West Bengal

7 months ago

Murshidabad News : হাত ছাড়িয়ে ঘাসফুলে যোগদান! অধীর গড়ে ভাঙন কংগ্রেসে

TMC & Congress (File Picture)
TMC & Congress (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদ জেলার বহরমপুর কেন্দ্র হয়ে উঠবে মুর্শিদাবাদ জেলার অন্যতম আকর্ষণ কেন্দ্র। এই কেন্দ্রে প্রার্থী দিতে পারে তৃণমূল কংগ্রেস যার পিছনে কারণ হল ইন্ডিয়া জোটের সমীকরণ মেনে আসন সমঝোতা না হওয়া। এবার মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েত হাতছাড়া হল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসে যোগদান করল কংগ্রেস এবং সিপিএম থেকে একাধিক পঞ্চায়েত সদস্য।

ভরতপুর-১ ব্লকের ভরতপুর গ্রামপঞ্চায়েতের প্রধান অনিতা মণ্ডল, কংগ্রেসের দুই পঞ্চায়েত সদস্য ও সিপিআইএমের ২ জন পঞ্চায়েত সদস্য তৃণমূলের যোগদান করলেন। ভরতপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই তৃণমূল কংগ্রেস নেতা ভরতপুরের বিধায়ক হুমায়ন কবীরের হাত ধরে এঁরা তৃণমূলে যোগদান করেন।

তৃণমূলের যোগদানকারীদের মধ্যে থেকে একজন বলেন, ‘কংগ্রেসে থেকে কোনও উন্নয়নের কাজ করা হচ্ছে না। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য একাধিক কাজ করছে। সেই কারণে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।’ তৃণমূলে যোগদানের পর তাঁদের সদস্যের সংখ্যা হল ১৭। ৩-৪ জন সদস্য কম থাকায় পঞ্চায়েত বোর্ড গঠন করতে না পারলেও এবার তাঁরা বোর্ড গঠন করতে পারবেন বলে জানানো হয়েছে।

তৃণমূল এবং কংগ্রেস উভয়েই ইন্ডিয়া জোটের শরিক হলেও বর্তমানে নানা ইস্যু নিয়ে রাজ্যে দুই দলের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে আক্রমণ করতে দেখা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। এর মধ্যে বহরমপুর কেন্দ্র জুড়ে সংগঠন শক্ত করতে তৎপর তৃণমূল কংগ্রেস। কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান তার অন্যতম অঙ্গ হিসেবে বলে মনে করা হচ্ছে।

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর জানান, বহরমপুরকে অনেকে অধীর গড় বলে থাকেন। কিন্তু, যবে লোকসভা নির্বাচন ঘোষণা হবে, তবে থেকে উনি আর এখনকার সাংসদ থাকবেন না। একমাত্র বহরমপুর বিধানসভা তাঁকে ৯০ হাজার লিড দেয়। সেই কারণে লোকসভা নির্বাচনে জিততে অনেকটা সুবিধা হয় তাঁর। তবে আগামী দিনে অধীর রঞ্জন চৌধুরীকে এই কেন্দ্র থেকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস সবরকম প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। সেই কারণেই এই জায়গাগুলিত সংগঠন আরও মজবুত করতে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে বলেও দাবি তৃণমূল কংগ্রেসের। তবে এই কেন্দ্র থেকে টানা জিতে আসা অধীর চৌধুরীকে হারাতে কি সক্ষম হবে তৃণমূল কংগ্রেস? তার জন্য অপেক্ষা করতে হবে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত।

You might also like!