West Bengal

6 months ago

Jalpaiguri Storm:জলপাইগুড়ির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিগ্রস্থদের পাশে থাকার বার্তা বঙ্গ BJP-কে

Jalpaiguri Storm Narendra Modi
Jalpaiguri Storm Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জলপাইগুড়ির ঘটনায় দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এক্স হ্যান্ডেলে পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন । রাজ্যকে যথাযথ সাহায্যেরও আশ্বাস দেন তিনি । উল্লেখ্য, রবিবার কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা । প্রাকৃতিক দুর্যোগের জেরে মৃত্যু হয় ৫ জনের । রাতেই বিপর্যস্ত এলাকায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় ।

প্রধানমন্ত্রী কী লিখেছেন ?

রবিবার রাতেই এক্স হ্যান্ডেলে জলপাইগুড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী । তিনি লেখেন,'পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি-ময়নাগুড়ি এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার । অনেকেই তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন । তাঁদের প্রতি আমার সমবেদনা রইল ।' মোদী আরও লেখেন, 'রাজ্যের আধিকারিকদের সঙ্গে আমার কথা হয়েছে । ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা নিশ্চিত করতে বলেছি । আমি বাংলার সকল বিজেপি কর্মীদের অনুরোধ করব এই বির্পযয়ের সময় তাঁরা যেন ক্ষতিগ্রস্তদের সাহায্য করেন এবং তাঁদের পাশে থাকেন।'

উল্লেখ্য, রবিবার দুপুর তিনটে নাগাদ কালবৈশাখির তাণ্ডবে বিপর্যস্ত হয় জলপাইগুড়ির একাধিক এলাকা। ঝড়ের খবর পেয়ে ওইদিনই জলপাইগুড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রী । রাতেই উত্তরবঙ্গে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে পৌঁছেই সোজা চলে যান বিপর্যস্ত এলাকায়। কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে। এদিকে, সোমবার জলপাইগুড়ি যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । রাজভবন সূত্র খবর, এদিন জলপাইগুড়িতে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও ।

You might also like!