West Bengal

7 months ago

Polio: ২ ফোঁটা বদলে গোটা শিশি পোলিও দিলেন ICDS কর্মী! তড়িঘড়ি হাসপাতালে পৌঁছলেন শিশু

Polio  (File Picture)
Polio (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিশুকে কেবলমাত্র ২ ফোঁটা পোলিও পান করানোই নিয়ম। কিন্তু এক শিশুকে গোটা এক শিশি পোলিও খাইয়ে ফেললেন আইসিডিএস কর্মী! লাটাগুড়িতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। থানায় লিখিত অভিযোগ দায়ের করল শিশুর পরিবার।

রবিবার গোটা রাজ্যের মতোই পোলিও কর্মসূচি পালন হয়েছে মালবাজারের ক্রান্তি ব্লকের লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি বস্তির প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে এক শিশু গিয়েছিল তার মায়ের সঙ্গে। সেখানে পোলিওর দায়িত্বে ছিলেন আইসিডিএস কর্মীরা। অভিযোগ, এদিন এক আইসিডিএস কর্মী শিশুকে পোলিও টিকা খাওয়ানোর সময় দু ফোঁটার পরির্বতে অসাবধানতাবশত গোটা এক শিশি পোলিও দিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

উত্তেজিত জনতা ওই স্কুলচত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর শাস্তির দাবিতে সরব হন সকলে। এদিকে তড়িঘড়ি ওই শিশুকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটির অবস্থা স্থিতিশীল। সে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। শিশুর বাবা তপন রায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন ক্রান্তি ফাঁড়িতে। মাল ব্লকের বিএমওএইচ দীপঙ্কর কর জানিয়েছেন, শিশুটি মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

You might also like!