শান্তিপুর, ১৭ জুলাই ঃ একাধিক ভুয়ো পরিচয় পত্র দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন উজ্জ্বল মৈত্র নামের এক ব্যক্তি। অভিযুক্তের বাড়ি শান্তিপুর ফুলিয়ার পরেশনাথপুরে। শান্তিপুরের একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন যে উজ্জ্বল মৈত্র বিভিন্নভাবে তাদের কাছ থেকে তাঁতের শাড়ি নিয়ে টাকা পরিশোধ করেননি। এই প্রতারণার ঘটনায় গতকাল শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ উজ্জ্বল মৈত্রকে আটক করে। পুলিশের হাতে আটক হওয়ার পর, উজ্জ্বল মৈত্রকে জিজ্ঞাসাবাদ করার সময় তার মানিব্যাগ থেকে একাধিক ভুয়ো পরিচয় পত্র উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ সন্দেহজনক হয়ে ওঠে এবং ধৃতকে মঙ্গলবার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে। এই ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে আরও কঠোর হয়েছে। এই ধরনের প্রতারণা রোধে ব্যবসায়ীদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং সন্দেহজনক কোনো ব্যক্তির তথ্য পুলিশের সঙ্গে শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে।