
বাঁকুড়া, ১৪ নভেম্বর : বাঁকুড়ায় রাইপুর-হলুদকানালী রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রাইপুরের পিঁড়রা গ্রামের কাছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইক ধাক্কা মারে তাঁকে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটর বাইক আরোহী। মৃতের নাম আদিত্য মাহাতো (৬৪)। বৃহস্পতিবার রাতে রাইপুর-হলুদকানালী রাজ্য সড়ক ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধ। সেই সময়েই মদনডিহি গ্রামের বাসিন্দা রমেশ মাহাতো মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে আদিত্যবাবুকে ধাক্কা মারেন। রমেশ ও আদিত্য দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। রমেশের মুখে ও মাথায় গুরুতর চোট রয়েছে।
