West Bengal

8 months ago

Sandeshkhali Incident:সন্দেশখালিতে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার আটক, উস্কানির অভিযোগ পুলিশের

Former CPM MLA Sefer Sardar detained in Sandeshkhali
Former CPM MLA Sefer Sardar detained in Sandeshkhali

 

কলকাতা, ১১ ফেব্রুয়ারি : উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সাম্প্রতিক ঘটনায় অধরা জেলা পরিষদ সদস্য শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুলিশ সিপিআইএম-এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করেছে। গত ৭ ফেব্রুয়ারি সন্দেশখালিতে ভেড়ি এবং পোল্ট্রিতে আগুন লাগানো-সহ বিভিন্ন জায়গায় ভাঙচুরের অভিযোগে তাকে আটক করা হয়। সন্দেশখালির অশান্তিতে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, রবিবার সন্দেশখালি এবং বাঁশদ্রোণী থানা যৌথ ভাবে নিরাপদকে আটক করে। তার পর তাঁকে নিয়ে যাওয়া হয় বাঁশদ্রোণী থানায়। তাঁর আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে বিক্ষোভ শুরু করেন বাম কর্মী-সমর্থকেরা। তাঁরা হাতে সিপিএমের ঝান্ডা নিয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলেন।

এদিকে, নিরাপদকে নিঃশর্ত মুক্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখায় সিপিআই (এম)-এর কর্মী-সমর্থকরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিরাপদ সর্দার বলেন, '' আমাকে অন্যায় ভাবে গ্রেফতার কড়া হয়েছে। কেনো গ্রেফতার করা হলো এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি পুলিশ। কোন নির্দিষ্ট কাগজও দেখানো হয়নি যে কারণে আমাকে গ্রেফতার করা হয়েছে। হঠাৎ করেই রবিবার সকালে ১০ টা নাগাদ টালিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।'' পাশাপাশি তিনি আরও জানান, ''বিগত কয়েকদিনে তিনি রাজ্য কমিটির বৈঠক সহ সন্দেশখালি বাদে একাধিক জেলায় উপস্থিত ছিলেন। অথচ তাকে গ্রেফতার করা হয়।''

You might also like!