West Bengal

6 months ago

AC bill saving: এসি চালালেও ইলেকট্রিক বিল বেশি আসবে না! কোন ৫টি কথা মনে রাখতেই হবে এই সময়ে

AC bill saving (File Picture)
AC bill saving (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এপ্রিল এসে গিয়েছে। এবার গরমের দাপট বাড়বে। এই অবস্থায় অনেকের বাড়িতেই এসি না চালালেই নয়। কিন্তু বিদ্যুৎ খরচের দিকটাও মাথায় রাখতে হবে! এসির কারণে আপনারও কি প্রচুর ইলেকট্রিক বিল আসছে? তাহলে কয়েকটি বিষয় আপনার জেনে রাখা দরকার।

কীভাবে এসি চালিয়েও বিদ্যুতের বিল কম রাখতে পারেন? তার জন্য ৫টি বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে। এখানে রইল সেই পাঁচটি জিনিস।

প্রচণ্ড কম তাপমাত্রায় এসি রাখবেন না: এয়ার কন্ডিশনারের তাপমাত্রা খুব কমিয়ে দিলে বিল বেশিই আসবে। তাই তাপমাত্রা খুব বেশি কমাবেন না। ২৬-২৭ ডিগ্রিতে রেখে এসি চালান। এতে কম্প্রেসরে কম চাপ পড়বে। সাশ্রয় সবে বিদ্যুৎ বিলে।


You might also like!