West Bengal

6 months ago

Bongaon: ভিনরাজ্যে কাজে গিয়ে প্রাণহানি! বনগাঁর ৩ পরিবারে শোকের ছায়া

Piyush Halder, Shankar Wahid and Manoranjan Samaddar (File Picture)
Piyush Halder, Shankar Wahid and Manoranjan Samaddar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পেটের টানে নির্মাণ কাজের সূত্রে মুম্বই পারি দিয়েছিলেন বনগাঁর তিন যুবক। সেখানে গিয়েই ঘটল বিপত্তি। কার্নিশ ভেঙে পড়ে যান তাঁরা। মুম্বইয়ে নবনির্মিত ১৬তলা বিল্ডিং থেকে পড়ে বনগাঁর তিন শ্রমিকের মৃত্যুতে বনগাঁর তিন গ্রামে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে খবর, মৃত তিন যুবকের নাম পীযূষ হালদার (৪২), শংকর বৈধ (২৬) ও মনোরঞ্জন সমাদ্দার (৪৫)। পরিবারের অভিযোগ সেই গ্রামে কাজ নেই। সেকারণে সংসার চালানোর উদ্দেশ্য নিয়েই ভিনরাজ্যে পারি দিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখানে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল তিন শ্রমিকের। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বনগাঁ সীতানাথপুর এলাকায় নেমেছে শোকের ছায়া।

জানা গিয়েছে, বরিভেলিতে কাজে গিয়েছিলেন ওই তিনজন। কাজের সময় বিল্ডিংয়ের কার্নিশ ভেঙে ১৬তলা থেকে পড়ে মৃত্যু হয় তাদের। পরিবারের লোকেরা জানিয়েছে, দোলের আগে তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আর ফিরল নিথর দেহ। মৃত পীযূষের ৫ বছরের ছেলে রয়েছে। মনোরঞ্জনের ছেলে নবম শ্রেণির ছাত্র। পাপাই বৈদ্য বিয়ে করেননি। পরিবারের বক্তব্য, এ রাজ্যে কাজ থাকলে হয়তো আর ভিন্ন রাজ্যে যেতে হতো না।   

You might also like!