West Bengal

2 months ago

SSC Case:অশিক্ষকপদে ২৬ জন ওবিসি নিয়োগ নিয়ে জটিলতা

Complications over recruitment of 26 OBCs to non-teaching posts
Complications over recruitment of 26 OBCs to non-teaching posts

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  একসময় রাজ্যে দরাজ হস্তে ওবিসি সার্টিফিকেট প্রদান করা হয়েছে। আদালতের নজরে আসতেই ইতিমধ্যেই বাতিল করা হয়েছে সেই সার্টিফিকেট। এবার সেই গেরোতেই আটকে গেলো মালদার ২৬ জন ওবিসি র ভাগ্য। আর সেই প্রতিবাদেই স্কুল সার্ভিস কমিশনের উত্তরবঙ্গ বিভাগের দপ্তরে সামনে বিক্ষোভ দেখায় অশিক্ষক পদে চাকুরী প্রার্থীরা।

তাদের অভিযোগ ২০২১ সালে তাদের ভেরিফিকেশন হয়েছিল, মোট ১৫৬ জনের ভেরিফিকেশন হয়, এরমধ্যে ২৬ জন ওবিসি। বাকিদের নিয়োগ হয়ে গেলেও ওবিসিদের নিয়োগ হচ্ছে না।

চাকরিপ্রার্থীদের আরও দাবি, যেখানে আদালত বলেছে সেগুলো চলবে। সেক্ষেত্রে দক্ষিণ বিভাগ এবং পশ্চিম বিভাগে নিয়োগ হলেও উত্তরবঙ্গ বিভাগে এই নিয়ম আটকে রয়েছে। প্রাথমিক শিক্ষা সংসদের উত্তরবঙ্গ বিভাগের সভাপতি সাধন কুমার সাহা বলেন আদালতের রায় এটি স্থগিত আছে। হেড অফিস থেকে অর্ডার আসলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আমাদের সিদ্ধান্তের জন্য নিয়োগ আটকে নেই।


You might also like!