kolkata

4 hours ago

Mamata Banerjee book 2025:মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন নতুন বই: ‘কে কেমন ছিলেন’ প্রধানমন্ত্রীরা

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :দীর্ঘ রাজনৈতিক জীবন, অভিজ্ঞতার ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বঙ্গ রাজনীতিতে নয়, জাতীয় স্তরেও তিনি সুপরিচিত ও সম্মানিত। একাধিক কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্ব সামলেছেন এবং যে প্রধানমন্ত্রীর অধীনে তিনি কাজ করেছেন, তাঁদের সঙ্গেও ছিলেন সৌহার্দ্যপূর্ণ। এবার সেই অভিজ্ঞতাগুলো তিনি বইয়ে তুলে ধরতে চলেছেন। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের সভা থেকে তিনি ঘোষণা করেন, “অনেক প্রধানমন্ত্রী দেখেছি, এবার লিখব—কে কেমন ছিলেন। বইমেলায় প্রকাশিত হবে।”

গত ১৫ বছর ধরে প্রশাসনিক প্রধানের পদে থেকেও সাহিত্য-সংস্কৃতি  চর্চা অটুট মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের যাবতীয় কাজকর্ম সামলে অবসরে তিনি লেখালেখি করেন, ছবি আঁকেন। তাঁর বইয়ের সংখ্যা শতাধিক। প্রতিবছর বইমেলায় মুখ্যমন্ত্রীর নতুন বই প্রকাশিত হয়। এর মধ্যে তাঁর ‘কথাঞ্জলি’ বইটি  ‘বেস্টসেলার’ হয়েছে। প্রবন্ধ, গদ্য, ছড়া, কবিতা, গান – সবরকম রচনাই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার তিনি লিখবেন দেশের প্রধানমন্ত্রীদের নিয়ে। বৃহস্পতিবার দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ”আমি আটবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। কখনও রেলমন্ত্রী, কখনও কয়লা, কখনও নারী ও শিশুকল্যাণ মন্ত্রক সামলেছি। অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখব। কে কেমন ছিলেন। যাকে যেমন দেখেছি, তা নিয়ে লিখব। সব তো লেখা যাবে না। বইমেলায় বেরবে বইটা।” 

রাজনীতি সম্পর্কে সামান্য খোঁজখবর রাখা মানুষ মাত্রই জানেন, তৎকালীন কংগ্রেস যুবনেত্রী থেকে ভোটে রীতিমতো ‘জায়ান্ট কিলার’ হয়ে কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর সম্পর্ক ছিল সবচেয়ে ভালো। তাঁর অতি স্নেহের পাত্রী ছিলেন তৃণমূল নেত্রী। অগাধ ভরসাও ছিল। সেই কারণে মমতাকে গুরুত্বপূর্ণ সব মন্ত্রকের দায়িত্ব দিয়েছিলেন। এছাড়া পিভি নরসিমা রাও প্রধানমন্ত্রী থাকাকালীনও মমতা ছিলেন ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী। সবমিলিয়ে বেশ কয়েকজন প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন তিনি। এবার সেসব মমতার লেখনিতে উঠে আসবে বইয়ের পাতায়। আগামী বছরের বইমেলায় সেই বই প্রকাশিত হবে।


You might also like!