কলকাতা, ২৭ আগস্ট : বৃষ্টি থামতেই ফের অনুভূত গুমোট গরম, রোদের তেজও বেশ অনুভূত হচ্ছে। ফলে সামান্য অস্বস্তিও বাড়ছে। নিম্নচাপ অঞ্চলের প্রত্যক্ষ প্রভাবও নেই দক্ষিণবঙ্গে। তবে, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে।
তবে, পশ্চিমবঙ্গের আবহাওয়ার ওপর বিশেষ প্রভাব পড়বে না। তবুও, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দুই দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।