kolkata

2 hours ago

Metro service disruption:ব্যস্ত সময় আংশিক ব্যাহত মেট্রো পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

rush hour metro delay
rush hour metro delay

 

কলকাতা, ২০ আগস্ট, : নেতাজি ভবন ও যতীন দাস পার্কে মেট্রোর সুড়ঙ্গে জল ঢুকে যাওায় ব্যস্ত সময়ে আংশিক ব্যাহত হয় পরিষেবা। প্রবল ভোগান্তির শিকার হন যাত্রীরা। প্রায় ১ ঘণ্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা।

বুধবার সকাল ১১ টা বেজে ২০ মিনিট নাগাদ যতীন দাস পার্ক ও নেতাজি ভবনের মাঝে সুড়ঙ্গে জল ঢুকে যায়। সঙ্গে সঙ্গে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এদিকে অফিস টাইম হওয়ায় হুড়মুড়িয়ে স্টেশনে বাড়তে থাকে ভিড়। খবর দেওয়া হয় ইঞ্জিনিয়ারদের।

মেট্রোরেল সূত্রে খবর, কীভাবে সুড়ঙ্গে জল ঢুকল তা এখনও স্পষ্ট নয়। ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান। পাম্প করে জল বের করে দেওয়া হয়। যত দ্রুত সম্ভব পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা করা করা হয়।

You might also like!