International

3 hours ago

Pakistan weather alert:পাকিস্তানে বন্যায় হাহাকার, জলের নিচে তলিয়ে কর্তারপুর সাহিব

Kartarpur Sahib submerged
Kartarpur Sahib submerged

 

ইসলামাবাদ, ২৮ আগস্ট : টানা অতিভারী বৃষ্টির জেরে ভয়াবহ অবস্থা পাকিস্তানের। পঞ্জাব প্রদেশ জুড়ে ভয়াবহ বন্যা। রাভি, চন্দ্র ভাগা ও শতদ্রু নদের জলে ডুবে শতাধিক গ্রাম, ভেসে গিয়েছে ফসল ও গৃহপালিত পশু। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নারোওয়াল জেলার করতারপুর। শিখদের পবিত্র তীর্থস্থান কর্তারপুর সাহিব করিডর ও গুরুদ্বারা দরবার সাহিব বিগত ২৪ ঘণ্টা ধরে জলে তলিয়ে রয়েছে।

বৃহস্পতিবার প্রশাসন সূত্রে জানা গেছে , প্রদেশে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত প্রায় আড়াই লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেনা নামিয়ে আট জেলায় ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। রাভি ও চন্দ্র ভাগা জলস্তর ক্রমশ বাড়ছে বলে পরবর্তী ৪৮ ঘণ্টা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দফতর। প্রসঙ্গত উল্লেখ্য ,১৯৯৫ সালের পর রাভির এমন রূপ ফের দেখা গেল বলে জানিয়েছেন স্থানীয়রা।

You might also like!