ইসলামাবাদ, ২৮ আগস্ট : টানা অতিভারী বৃষ্টির জেরে ভয়াবহ অবস্থা পাকিস্তানের। পঞ্জাব প্রদেশ জুড়ে ভয়াবহ বন্যা। রাভি, চন্দ্র ভাগা ও শতদ্রু নদের জলে ডুবে শতাধিক গ্রাম, ভেসে গিয়েছে ফসল ও গৃহপালিত পশু। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নারোওয়াল জেলার করতারপুর। শিখদের পবিত্র তীর্থস্থান কর্তারপুর সাহিব করিডর ও গুরুদ্বারা দরবার সাহিব বিগত ২৪ ঘণ্টা ধরে জলে তলিয়ে রয়েছে।
বৃহস্পতিবার প্রশাসন সূত্রে জানা গেছে , প্রদেশে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত প্রায় আড়াই লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেনা নামিয়ে আট জেলায় ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। রাভি ও চন্দ্র ভাগা জলস্তর ক্রমশ বাড়ছে বলে পরবর্তী ৪৮ ঘণ্টা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দফতর। প্রসঙ্গত উল্লেখ্য ,১৯৯৫ সালের পর রাভির এমন রূপ ফের দেখা গেল বলে জানিয়েছেন স্থানীয়রা।