West Bengal

6 months ago

Chittaranjan :সর্বকালীন রেকর্ড ভাঙল চিত্তরঞ্জন রেল কারখানা

Chittaranjan Railway Factory breaks all time records
Chittaranjan Railway Factory breaks all time records

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃউৎপাদনের সর্বকালীন রেকর্ড ভাঙল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা । 2023-24 অর্থবর্ষে মোট 580টি রেল ইঞ্জিন তৈরি করল চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস বা সিএলডব্লুউ । ওই আর্থিক বর্ষে 540টি ইঞ্জিন বানানোর লক্ষ্যমাত্রা ছিল চিত্তরঞ্জন রেল কারখানার । সেই লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে 40টি বেশি ইঞ্জিন তৈরি করে ফেলেছে কারখানার দক্ষ শ্রমিকরা । চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার হিতেন্দ্র মালহোত্রা শ্রমিকদের এই নয়া রেকর্ড গড়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন ।

এর আগে 2019-20 সালে প্রথমবার বিশ্ব রেকর্ড করেছিল চিত্তরঞ্জন রেল কারখানা । সেবার 402টি ইঞ্জিন বানিয়ে লিমকা বুক অফ রেকর্ডে নাম তুলেছিল সিএলডব্লুউ । 2021-22 অর্থবর্ষে করোনাকাল থাকায় উৎপাদনে সামান্য ঘাটতি আসে । 2022-23 অর্থবর্ষে 436টি রেল ইঞ্জিন প্রস্তুত করেছিল সিএলডব্লু । কিন্তু দেশে ইঞ্জিনের বিরাট চাহিদা থাকায় 2023-2024 সালে রেলবোর্ড টার্গেট দেয় 540টি ইঞ্জিন । অর্থাৎ, 2022-23 এর উৎপাদনের 100টি বেশি ইঞ্জিন ।

তবে এই বিরাট পাহাড় প্রমাণ টার্গেট শুনেও পিছিয়ে যায়নি কারখানার দক্ষ শ্রমিকরা । কারণ ততদিনে একদিনে 12টি ইঞ্জিন তৈরি করার রেকর্ড করে ফেলেছে । 2022-23 সালের মার্চ মাসে একদিনে 12টি রেল ইঞ্জিন বানিয়েছিল সিএলডব্লুউ ।

2023-24 এর আর্থিকবর্ষেও ঝড়ের গতিতে কাজ হয় । শেষ পর্যন্ত গত 31 মার্চ পর্যন্ত লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে 580টি লোকো ইঞ্জিন তৈরি করেছে চিত্তরঞ্জন রেল কারখানা । এটিই সর্বকালীন সেরা রেকর্ড তাদের ৷ 580টি রেল ইঞ্জিনের মধ্যে 520টি ডব্লুউএজি নাইন এইচসি লোকো ইঞ্জিন, 36টি ডব্লুউএজি নাইন এইচএইচ, 10 সেট (20টি ইঞ্জিন) ডব্লুউএজি নাইন টুইন, 2 সেট (4টি ইঞ্জিন) ডব্লুউএপি ফাইভ পুস-পুল লোকো অমৃত ভারত ট্রেনের জন্য বানানো হয়েছে ।

একদিকে ফ্রেট করিডর দিয়ে চলার জন্য মালবাহী রেকের জন্য উন্নত প্রযুক্তির ও উচ্চ শক্তির লোকো, অন্যদিকে অমৃত ভারত, বন্দে ভারতের জন্য পুস-পুল টুইন ইঞ্জিন বানিয়েছে সিএলডব্লুউ । আগামীতে আরও বিরাট টার্গেট আসবে কারখানার কাছে । অন্তত 600 রেল ইঞ্জিনের টার্গেট আসবেই বলে মনে করা হচ্ছে ।


You might also like!