West Bengal

7 months ago

Supreme Court-Sandeshkhali:সিবিআই বা বিশেষ সিট গঠন করে তদন্তের দাবি,মামলা গড়াল সুপ্রিম কোর্টে

Supreme Court-Sandeshkhali
Supreme Court-Sandeshkhali

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালিকাণ্ডের জল গড়াল দেশের শীর্ষ আদালতে। গত কয়েক দিনের মতো বৃহস্পতিবারও দিনভর সন্দেশখালি নিয়ে উত্তাপ বেড়েছে রাজনীতির ময়দানে। এই পরিস্থিতিতে বিশেষ তদন্তকারী দল বা সিট অথবা সিবিআইকে দিয়ে তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল।মণিপুরের মতো সন্দেশখালিতে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টে। মামলাকারী আইনজীবী অলোক শ্রীবাস্তবের দাবি, বাংলার বাইরের তদন্তকারীদের দিয়ে এই ঘটনার তদন্ত হোক। প্রয়োজনে সিবিআই বা বিশেষ সিট গঠনের দাবিও করেছেন তিনি। তাঁর আর্জি, সন্দেশখালির ঘটনায় যে সমস্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠছে বা যাদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক আদালত। তিন বা চার সদস্যের বেঞ্চ গঠন করে মামলার শুনানি চলুক। পুরো কার্যকলাপই হোক পশ্চিমবঙ্গের বাইরে। 

সন্দেশখালির ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন আইনজীবী অলোক শ্রীবাস্তব। তাঁর কথায়, এলাকার যে মহিলারা নিপীড়িত বলে অভিযোগ করছেন তাঁদের আর্থিকভাবে সাহায্য করা হোক। 

ফেব্রুয়ারির শুরু থেকেই উত্তপ্ত সন্দেশখালি। তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তাঁর গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে গ্রামের মহিলাদের নিগ্রহের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে মামলা চলছে। বৃহস্পতিবার এব্যাপারে বিজেপির রাজ্য নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পলের একটি অডিং ক্লিপিংস শুনিয়ে সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, “বিজেপি এবং সিপিএম যৌথভাবে লোক খ্যাপানোর চেষ্টা করছে।”

বৃহস্পতিবারই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় শাহজাহানের নাম। তিনি বিজেপিকে নিশানা করে অভিযোগ করেন, মুখে মাস্ক পড়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপির লোক। যদিও রাজ্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলে আরও একবার জানান তিনি। বলেন, ১৭ জন গ্রেফতার করা হয়েছে। তবে সন্দেশখালি যেতে চেয়ে এখনও বাধাপ্রাপ্ত হচ্ছে বিজেপি সহ বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়েও আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন। সন্দেশখালির একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি আছে। 


You might also like!