West Bengal

7 months ago

Loksabha Election 2024: ভোজপুরী নায়িকা অক্ষরাই আসানসোলের প্রার্থী?পদ্ম শিবিরে জোর জল্পনা

Bhojpuri actress Akshara Singh
Bhojpuri actress Akshara Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  পবন সিংয়ের প্রার্থী হিসাবে নাম প্রত্যাহারের পর এবার আরেক ভোজপুরী তারকার আসানসোলে প্রার্থী হওয়া নিয়ে চর্চা শুরু। বিজেপি সূত্রে খবর, আসানসোলে প্রার্থী হতে পারেন ভোজপুরী নায়িকা অক্ষরা সিং (Akshara Singh)। ভোজপুরী সিনেজগতে অক্ষরা সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী।

 বাংলায় ৪২টি লোকসভা আসনের মধ্যে কুড়িটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল ভোজপুরি গায়ক পবন সিং-এর নাম। ঘোষণার পর প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছিলেন বিজেপি নেতা কর্মীরা। কিন্তু সোমবার সাত সকালে পবন সিং নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। তাঁর আচমকা এই ঘোষণাতে হতবাক হয় বিজেপি শিবির। তার পরিবর্তে এই কেন্দ্রটিতে কে হবেন বিজেপি প্রার্থী তা নিয়ে শুরু হয় জল্পনা।

স্থানীয় কাউকে প্রার্থী করা হোক, প্রথম থেকেই এটা চাইছিল বিজেপি শিবির। সেক্ষেত্রে দু’জনের নাম উঠে আসে, জিতেন্দ্র তিওয়ারি ও অগ্নিমিত্রা পাল। পর্যবেক্ষকদের একাংশের মতে, স্থানীয় কাউকে প্রার্থী করার ক্ষেত্রে প্রধান অন্তরায় হচ্ছে দলের মধ্যে গোষ্ঠীকোন্দল। রাজনীতির বাইরে জনপ্রিয় কোন মুখকে প্রার্থী করলে সেই সমস্যা এড়ানো যায়। এই ভাবনা থেকেই ভোজপুরি গায়ক পবন সিংকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে ধারণা রাজনৈতিক মহলের। কিন্তু তিনি সরে দাঁড়ানোয় প্রার্থী কে হবেন সেই নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।

আগামী ৬ তারিখ দ্বিতীয় প্রার্থী তালিকা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে পদ্ম শিবিরে। সম্ভবত ওই দিনই নতুন কাউকে ঠিক করা হবে বলে মনে করা হচ্ছে। এবার স্থানীয় কাউকে প্রার্থী করা হবে, নাকি বহিরাগত ফর্মুলাতেই সিলমোহর দেবে দল, এর উত্তর জানা যাবে প্রার্থী তালিকা ঘোষণার পরেই। তবে জিতেন্দ্র তিওয়ারি, অগ্নিমিত্রা পলদের পাশাপাশি আসানসোল লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে এসেছে আরও একটি নাম। সেই নামটি হচ্ছে অক্ষরা সিংয়ের।

পবন সিংয়ের মতো অক্ষরা সিংও ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে গায়িকা হিসাবে পরিচিত নাম। ইন্ডাস্ট্রিতে তিনি ভোজপুরি কুইন নামে পরিচিত। আসানসোল লোকসভা কেন্দ্রে হিন্দি ভাষী ভোটারদের কথা ভেবেই পবন সিংকে প্রার্থী করেছিল দল। হিন্দি ভাষী ভোটারদের কথা মাথায় রেখে অক্ষরা সিংকে দল প্রার্থী করতে পারে বলে ধারণা জেলা বিজেপির একাংশের। যদিও বিজেপি দলের পক্ষ থেকে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানা যায়নি।


You might also like!