West Bengal

7 months ago

Loksabha Election 2024: ভোটের আগে দলের পুরানো কর্মী ও বর্তমান প্রজন্মকে একত্রীকরণ! নতুন উদ্যোগ সিপিএমের তরফে

New initiative by CPM (File Picture)
New initiative by CPM (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভবিষ্যতের অগ্রদূত নয়া প্রজন্মই। গত কয়েকবছর ধরেই যুব সমাজকে বাম মতাদর্শে দীক্ষিত করার পন্থা অবলম্বন করার লক্ষ্যমাত্রা নিয়েছে সিপিএম। দলীয় কর্মসূচির ফ্রন্টফুটে থাকছে যুব সংগঠন। তবে, দলেরই পুরনো কর্মীদের বর্তমান প্রজন্মরাও কী বামপন্থায় সমর্থন করছেন? নাকি, রাজনৈতিক ভাবাদর্শ পাল্টাচ্ছে? তাঁদের মনন বুঝতে এবার নয়া উদ্যোগ সিপিএমের।
এবার সিপিএমকে দেখা গেল লোকসভা ভোটের আগে দলের পুরানো কর্মী এবং নেতাদের বর্তমান প্রজন্মকে পাশে পেতে। পুরানো নেতাকর্মীদের পরিবারের বর্তমান প্রজন্মের অনেকের সঙ্গেই দলের আর মজবুত সম্পর্ক নেই। বর্তমান প্রজন্মের অনেকেই হয় শাসক দল বা অন্য দলের সঙ্গে যুক্ত। এইসব পুরনো কর্মীর পরিবারের বর্তমান প্রজন্মের সাথে যোগাযোগ নিবিড় করতে উদ্যোগ সিপিএমের। এই উপলক্ষে সোনারপুরের প্রতাপগরে পুরনো কর্মীদের স্মরণ করতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ডাকা হয় পুরানো কর্মীদের পরিয়ারের বর্তমান প্রজন্মের সদস্যদের। তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক। প্রতাপনগর এদিন একশোটিরও বেশি পরিবারের হাতে এদিন স্মারক তুলে দেন বাম নেতৃত্ব।

You might also like!