Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

West Bengal

1 month ago

Asansol Municipality: সুপ্রিম কোর্টের নির্দেশে তৎপর আসানসোল পুরসভা, এলাকা দখলমুক্ত করতে পথে মেয়র

Asansol Municipal Corporation Mayor Bidhan Upadhyay
Asansol Municipal Corporation Mayor Bidhan Upadhyay

 

আসানসোল, ২০ মে : সরকারি হাইড্রেনের উপর অবৈধ দোকানদারি! সেজন্য রাস্তাও চওড়া করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ। ফুটপাত দখলমুক্ত করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তারপরও দোকানিরা সেই জায়গা দখল করে রেখেছেন বলে অভিযোগ। এবার ওই রাস্তা দখলমুক্ত করতে তৎপর হল আসানসোল পুরসভা, প্রশাসন।

আসানসোলের হৃদয়রেখা বলা হয় হটন রোডকে। ওই রাস্তাতেই শহরের মূল বাজার, সবজি মণ্ডি, মাছের আড়ত। দুটি কলেজ ও জেলা হাসপাতাল যাওয়ার একমাত্র রাস্তা সেটিই। অথচ ওই হটন রোডের ফুটপাত দখল। পরিস্থিতি উন্নয়নের চেষ্টায় মঙ্গলবার রাস্তায় নামলেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। দোকানিদের ওই জায়গা ছেড়ে দ্রুত সরে যেতে হাতজোড় করে অনুরোধ করলেন তিনি। দোকানিদের বিকল্প জায়গা দেওয়া হবে বলেও জানানো হয়।

অভিযোগ, হাইড্রেন তৈরি ও সংস্কারের টেন্ডার হলেও অবৈধ দোকানদারদের জন্য কাজ শুরু করা যাচ্ছে না। ফলে বিড়ম্বনায় আসানসোল পুর কর্তৃপক্ষ। অন্যদিকে, যেখানে সেখানে অবৈধ টোটো পার্কিং হওয়ায় রাস্তা দখল হয়েই থাকছে। নিত্য যানজটে নাকাল সাধারণ মানুষ। শহরের অন্য প্রান্তে অবৈধ দখলদার উচ্ছেদ হলেও এই অংশে অজ্ঞাত কারণে ফুটপাত দখলমুক্ত করা যায়নি! এবার সুপ্রিম কোর্টের নির্দেশ আসতেই নড়েচড়ে বসল আসানসোল পুরনিগম।

You might also like!