Tripura

2 weeks ago

Tripura:ত্রিপুরা : পানিসাগরে প্রাইভেট কোচিং ফেরত ১২ জন ছাত্রীকে ইভটিজিং, আটক পাঁচ বখাটে

Evening teasing to 12 students after private coaching in Panisagar
Evening teasing to 12 students after private coaching in Panisagar

 

পানিসাগর : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে প্রাইভেট কোচিং ফেরত বারজন ছাত্রীকে ইভটিজিং এর অপরাধে আটক পাঁচ বখাটে যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এক সময় ছিল যখন খুব বেশি হয়ে উঠেছিল ইভটিজিং। এখন মানুষের মনোবৃত্তির পরিবর্তন ঘটেছে এবং ইভটিজিঙের পরিমাণ বলা যায় অনেকটাই হ্রাস পেয়েছে। তবুও উত্তর জেলার পানিসাগর এই ইভটিজিং অব্যাহত রয়েছে। প্রাইভেট কোচিং শেষ করে বারজন ছাত্রী তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। বিএসএফ ক্যাম্প এলাকায় তারা পাঁচটি ছেলের দ্বারা আক্রান্ত হয়। এই পাঁচটি ছেলের সাথে ছিল একটি অল্টো গাড়ি এবং দুটি স্কুটি।

অল্টো গাড়িটির নম্বর টিআর -০৫-০৭১৫এবং স্কুটি দুটির নম্বর টিআর -০৫ডি-৫৬৩৮ ও টিআর-০৫-ডি-৬৯৪০। এলাকাবাসীরা এই পাঁচ যুবককে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। যে পাঁচ যুবককে তুলে দেয়া হয় তাদের নাম রাজীব নাথ, বয়স ২৫, ওয়ার্ড নাম্বার ৫, অমরজিৎ নাথ, বয়স ২৪, ওয়ার্ল্ড নম্বর দুই, সুভাষ নাথ, বয়স ২৩, ওয়ার্ড নাম্বার ৫ ,বানু নাথ বয়স ২৩ ওয়ার্ড নাম্বার ৫ এবং সুকান্ত দেবনাথ বয়স ২৩, ওয়ার্ড নাম্বার ২। তাদের প্রত্যেকের বাড়ি রৌহা গ্রাম পঞ্চায়েতে।

You might also like!