Tripura

1 year ago

Tripura :ত্রিপুরার উন্নয়নে বর্তমান রাজ্য সরকার মহারাজাদের অবদানের প্রতি শ্রদ্ধাশীল : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

আগরতলা : মহারাজা বীরবিক্রমকিশোর মানিক্য বাহাদুর দেববর্মনের ১১৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয় গোটা রাজ্যে। আগরতলায় মহারাজা বীরবিক্রম চৌমুহনীতে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

শ্রদ্ধাজ্ঞাপনের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান, বর্তমান রাজ্য সরকার ত্রিপুরার উন্নয়নে মহারাজাদের অবদানের প্রতি শ্রদ্ধাশীল। ত্রিপুরার রাজা মহারাজাদের হৃত সম্মান ফিরিয়ে দিয়েছে এই সরকার। তাদের অবদান জনগণের কাছে তুলে ধরার প্রচেষ্টা নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে পরিচিত বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী দিনকে আগেই সরকারী ছুটি ঘোষনা করেছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় আজ এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরে প্রতি সম্মান জানিয়ে কিছু দিন পূর্বে কামান চৌমুহনী সংলগ্ন এই এলাকাটিতে তাঁর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়।

মহারাজার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে এছাড়াও ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব, তথ্য ও সংস্কৃতি দফতরের অধিকর্তা বিম্বিস্বার ভট্টাচার্য্য প্রমুখ।

You might also like!