4 months ago
Flood victims of Tripura : ত্রিপুরার বন্যা দুর্গতদের জন্য অগ্রিম ৪০ কোটি টাকা রিলিজ করল কেন্দ্রীয় সরকার
Amit Shah (symbolic picture)
আগরতলা, ২৩ আগস্ট : ত্রিপুরার বন্যা দুর্গতদের জন্য অগ্রিম ৪০ কোটি টাকা রিলিজ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই তথ্য জানান। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় সরকার ত্রিপুরার বন্যা পীড়িত জনগণের পাশে আছেন।
প্রসঙ্গত, প্রসঙ্গত, ত্রিপুরার প্রায় ১৭ লক্ষ মানুষ এই বিপর্যয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে ৪৫০টি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং তাতে প্রায় ৬৫ হাজার ৪০০ জন আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শিবিরগুলিতে বিভিন্ন ত্রাণ সামগ্রী যেমন- খাবার প্যাকেট, পানীয়জল এবং ঔষধ প্রদান করা হচ্ছে। গ্রামোন্নয়ন, জলসম্পদ, বিদ্যুৎ, আরক্ষা, আধাসামরিক বাহিনী, অগ্নিনির্বাপক ইত্যাদি দপ্তরের অফিসার এবং কর্মীরা গত ৪ দিন ধরে বন্যা বিধ্বস্ত জনগণের উদ্ধার ও ত্রাণ কার্যে নিয়োজিত রয়েছেন।