Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Tripura

1 year ago

Tripura :লোকসভা নির্বাচন : ত্রিপুরা প্রদেশ বিজেপির চিন্তন বৈঠক অনুষ্ঠিত

Tripura Pradesh BJP held a thought meeting
Tripura Pradesh BJP held a thought meeting

 

আগরতলা  : লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার লক্ষ্যে  রাজধানী আগরতলা শহরের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয়েছে চিন্তন বৈঠক৷ ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, দেলের রাজ্য প্রভারী ডঃ মহেশ শর্মা, ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা, বিধায়ক সহ অন্যান্য পদাধিকারীরা৷

এদিনের বৈঠকে মূলত আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে সংগঠনকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সেই বিষয়ে৷ তাছাড়া দলের তরফে রাজ্যজুড়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে জোরদার প্রচারের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়৷

সূত্রের দাবি এদিনের বৈঠকে বিভিন্ন এলাকার বিধায়কদের দায়িত্ব দেয়া হয়েছে কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজকর্ম পর্যালোচনা করে যাতে জনগণের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা না হয় তা নিশ্চিত করা৷ সাথে দলের বুথ স্তর পর্যন্ত সংগঠনকে কিভাবে আরও শক্তিশালী করা যায় তা আলোচনায় উঠে আসে৷পাশাপাশি দলের যেসব নেতৃত্ব এবং কর্মী সাংগঠনিক কর্মসূচি থেকে কিছুটা দূরে সরে গিয়েছে তাদেরকেও কিভাবে সক্রিয় করা যায় তা আলোচনা হয়েছে এদিনের বৈঠকে৷

You might also like!