Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Tripura

11 months ago

Bhagwan:ত্রিপুরায় বাম-কংগ্রেস এক ছাতার তলায় গিয়েও বহু চেষ্টা করে বিগত নির্বাচনে হারাতে পারেনি বিজেপিকে : ভগবান

Bhagwan
Bhagwan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দোরগোড়ায় ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে জোর তৎপরতা ত্রিপুরার গেরুয়া শিবিরে। আগামী ৮ আগস্ট গোটা রাজ্যের সাথে কুমারঘাট ব্লক এলাকায়ও আনুষ্ঠিত হবে নির্বাচন। কুমারঘাটের পাবিয়াছড়া বিধানসভা এলাকায়ও দলীয় প্রচার কর্মসূচিতে গতি বাড়িয়েছে শাসক দল।গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে বিরোধীদের সঙ্গে টেক্কা দিয়ে প্রচারে কয়েকগুণ এগিয়ে পদ্ম শিবির। প্রতিদিনই প্রার্থীদের সমর্থনে রাজ্যস্তরীয় নেতাদের নিয়ে চলছে ভোট প্রচার। ভোটকে কেন্দ্র করে কুমারঘাট ব্লকের অধীন পূর্ব কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত হল দলীয় সভা। উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়ার বিধায়ক ভগবান দাস সহ বিভিন্ন প্রার্থী ও স্থানীয় নেতারা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্ট ও কংগ্রেসকে একহাত নিয়েছেন বিধায়ক। তিনি বলেন, একসময়ের দুই প্রতিপক্ষ দল এক ছাতার তলায় গিয়েও বহু চেষ্টা করে বিগত নির্বাচনগুলিতে হারাতে পারেনি বিজেপিকে। ত্রিপুরার রাজনীতি পাহাড়ের ওপরই বেশি নির্ভরশীল। আর সেই পাহাড় এখন বিজেপির সঙ্গে। তাই দলের শক্তি বর্তমানে অনেকগুণ বেড়েছে বলে দাবি করেন বিধায়ক।

বাম-কংগ্রেস দলকে এদিন রাজনৈতিক ব্যবসায়ী বলেও কটাক্ষ করেন ভগবান দাস। তিনি বলেন, রাজ্যের বিরোধী দল নির্বাচনে লড়তে প্রার্থী খুঁজে পায়নি, তাই অনেক আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয় হাসিল করেছে বিজেপি।

You might also like!