Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Tripura

1 year ago

Tripura:ত্রিপুরা সহ উত্তরপূর্বের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, কমলা সতর্কতা জারি আইএমডির

Cyclone forecast with heavy rain over several parts of North East including Tripura
Cyclone forecast with heavy rain over several parts of North East including Tripura

 

গুয়াহাটি: ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের সম্ভাবনা রয়েছে বলে কমলা সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)।

আজ  ভারতের আবহাওয়া দফতর বিবৃতি প্রকাশ করে বলেছে, আগামীকাল ২৬ এবং ২৭ মে ত্রিপুরার জন্য অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের ফলে ঝড়বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ৪০ থেকে ৫০ কিমি/ঘণ্টা বেগে ত্রিপুরার সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আইএমডির বিবৃতি অনুযায়ী, গতকাল দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে সরে গেছে এবং ২৩ মে পশ্চিম-মধ্য ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এটা  ২৫ মে সারাদিন এবং পরবর্তীতে ২৬ মে সন্ধ্যার মধ্যে বাংলাদেশ এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছবে।


You might also like!