Tripura

1 year ago

Dr. Manik Saha: ত্রিপুরার সকলের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা সরকারের মুখ্য উদ্দেশ্য : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

আগরতলা  : রাজ্যে সকলের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা সরকারের মুখ্য উদ্দেশ্য। জনগণের কাছে সহজলভ্য ও উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে ভারত সরকার বিনামূল্যে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার উদ্যোগ নিয়েছে।  আগরতলার প্রজ্ঞাভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তর ত্রিপুরা, ঊনকোটি ও গোমতী জেলা হাসপাতালে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবেরোটরির ভিত্তিপ্রস্তরের আবরণ উন্মোচন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের জনগণকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র। এজন্য সরকার প্রচেষ্টা নিয়েছে। রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকা সহ প্রান্তিক এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবেরোটরি জেলা পর্যায়ে রোগ নিরীক্ষণ, নির্ণয় এবং চিকিৎসার উন্নতি সাধনে কাজ করবে। প্রাথমিকভাবে বিভিন্ন পরীক্ষাগারকে একই ছাদের তলায় নিয়ে আসা হবে। এতে রোগ নিরীক্ষণ দ্রুত হবে।

উল্লেখ্য প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশনে এই ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবেরোটরিগুলি স্থাপন করা হবে। ভার্চুয়াল অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. মনসুখ মান্ডভিয়া, আসামের মুখ্যমন্ত্রী ডা. হেমন্ত বিশ্বশর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভাগবন্ত খুবা, ভারত সরকারের ফার্মাসিউটিক্যাল দপ্তরের সিনিয়র ইকোনমিক অ্যাডভাইজার আদেশ কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।

তাছাড়া অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. সুপ্রিয় মল্লিক, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডা. অঞ্জন দাস, জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখার অধিকর্তা ডি কে চাকমা, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. অনুপ কুমার সাহা সহ সংশ্লিষ্ট অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। ভার্চুয়াল অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির স্বাস্থ্য সংক্রান্ত অনেকগুলি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়।

You might also like!