Tripura

3 months ago

Pranjit Singh Roy:উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে গোমতী জিলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে : অর্থমন্ত্রী

Pranjit Singh Roy
Pranjit Singh Roy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ত্রিপুরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে গোমতী জিলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  গোমতী জিলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

গোমতী জিলা পরিষদের সভাধিপতি হিসাবে দেবল দেবরায় এবং সহকারি সভাধিপতি হিসাবে সুজন কুমার সেন এদিন শপথ গ্রহণ করেন। উদয়পুর রাজর্ষি হলে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাধিপতি ও সহকারি সভাধিপতিকে শপথবাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের সচিব ড. সন্দীপ আর রাঠোর।সভাধিপতি ও সহকারি সভাধিপতির শপথ গ্রহণের আগে গোমতী জিলা পরিষদের নবনির্বাচিত ১৩ জন সদস্য-সদস্যা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নবনির্বাচিত গোমতী জিলা পরিষদের সকল নির্বাচিত প্রতিনিধির সম্মিলিত প্রয়াসে গোমতী জেলা সারা রাজ্যে উন্নয়নের নজির সৃষ্টি করবে বলে আশা ব্যক্ত করেন। প্রসঙ্গত, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জীতেন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা প্রমুখ।

You might also like!