Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Travel

1 year ago

Three Beaches of Odisha:উড়িষ্যার তিনটি সমুদ্র সৈকত - আপনার মনে আনবে আনন্দের জোয়ার

Three Beaches of Odisha - will bring you a tide of bliss
Three Beaches of Odisha - will bring you a tide of bliss

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালির কাছে সমুদ্র সৈকত মানেই দিঘা বা পুরী। পুরীর সৈকত অসাধারণ - এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যথেষ্ট ভিড়। যারা সমুদ্র সৈকতকে উপভোগ করতে চান অথচ একটু নির্জনতাও চান তাঁদের জন্য আমাদের আজকের 'ভ্রমণসঙ্গী'র নিবেদন উড়িষ্যার তিনটি প্রায় অফবিট ও ভার্জিন বিচ। 

১) আর্যবল্লি - আর্যবল্লি হলো ওড়িশার গঞ্জাম জেলায় অবস্থিত এক নির্জন এবং সুন্দর সমুদ্রতট। শুধু বালি আর জল নয় তার সাথে রয়েছে সবুজ বনানী। একাকী পরিবারের সাথে কিংবা বন্ধু-বান্ধবদের সাথে সময় কাটাতে হলে আর্যবল্লি সমুদ্রতট আপনার পক্ষে আদর্শ। কিভাবে পৌছাবেন এই অফবিট জায়গাটিতে! 

বেরহামপুর থেকে ৩০ কিলোমিটার আর ভুবনেশ্বর থেকে ১৪৮ কিলোমিটারের পথ হলো আর্যবল্লি।

২) চাঁদিপুর - চাঁদিপুর। ওড়িশার অন্যতম বিখ্যাত সমুদ্র সৈকত হল চাঁদিপুর। বছরের বেশিরভাগ সময় পর্যটকরা এখানে ভিড় জমান সমুদ্রের লুকোচুরি খেলা দেখার জন্য। এখানকার সমুদ্র সৈকতকে ভ্যানিশ বিচ হিসাবেও অনেকে চেনেন। চাঁদিপুর সমুদ্র সৈকতে বসে সূর্যাস্তের মজা নেওয়া কিংবা সিফুড খাওয়ার অভিজ্ঞতা এক্কেবারে আলাদা।

৩) ঋষিকুল্যা - আগে খুব একটা জনপ্রিয় না হলেও ২০২০ সালে লকডাউনের সময় সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল ঋষিকুল্যার নাম। কারণ এখানেই দেখা গিয়েছিল লক্ষাধিক অলিভ রিডলে কচ্ছপের ছানা। অফবিট সমুদ্রতট হিসেবে জায়গাটি কিন্তু একেবারে মন্দ নয়। গঞ্জাম জেলার চিলিকায় অবস্থিত ঋষিকুল্যা। সাধারণত পর্যটকরা এখানে তেমন একটা আসেন না। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বিচার করলে এই স্থানটির কোন তুলনাই হবে না। এখানে সোনালি বালুচর আর নীল জল একসাথে মিলে জায়গাটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। ভুবনেশ্বর থেকে প্রায় ১৫০ কিলোমিটারের রাস্তা ঋষিকুল্যা।


You might also like!