Travel

1 year ago

Purushottampur:কোলকাতার কাছেই অফবিট সমুদ্রসৈকত - পুরুষোত্তমপুর

Purushottampur
Purushottampur

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অল্প খরচে অল্প দিনের জন্য মন ভোলানো নির্জন সমুদ্র সৈকত পুরুষোত্তমপুর। ভিড় ভাট্টা এড়িয়ে একটু অন্য কোথাও বেড়ানো। এমনই একটা অফবিট লোকেশন রয়েছে কলকাতার খুব কাছেই। দিঘা মন্দারমনির থেকে একেবারেই অন্যরকম শান্ত নির্জন সৈকত। তার নাম পুরুষোত্তমপুর। সপ্তাহান্তে ছোট্ট ছুটি। ট্রেন বুকিংয়ের সময় নেই। তাই ঘরের কাছাকাছি বেড়ানোর জায়গাই সবথেকে ভাল। সেকারণে সপ্তাহান্তে ছুটিতে সব থেকে বেশি ভিড় হয় দিঘা মন্দারমনিতে। কিন্তু এই ভিড়ের জন্য অনেকেই আর দিঘা-মন্দারমনি যেতে পছন্দ করেন না। তাঁদের পছন্দ ভিড় ভাট্টা হীন একটা নির্জন সৈকত।

  বেড়ানোর একেবারে মোক্ষম জায়গা। দিঘা, মন্দারমনি, শঙ্করপুরের মাঝেই ভিড় এড়িয়ে অপেক্ষা করছে পুরুষোত্তমপুর। দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত। একেবারে নির্জন, নিরিবিলি এই সৈকত। সেখানেই থাকার জায়গা খুব বেশি নেই । অল্প কয়েকটা হোটেল রয়েছে। সপ্তাহান্তে ছোট্ট ছুটির পারফেক্ট ডেস্টিনেশন। একেবারেই অফবিট ডেস্টিনেশন এই দক্ষিণ পুরুষোত্তমপুর। এখান থেকে দিঘাও বেড়িয়ে আসা যায়। কাজেই নির্জন সৈকতে থাকার পাশাপাশি বেড়িয়ে আসুন দিঘা থেকেও। আবার যদি চান তাহলে দিঘাতে কোনও হোটেলে থেকেও পুরুষোত্তমপুরের সমুদ্র সৈকতে বেড়িয়ে আসতে পারেন।

  যাওয়া - পুরুষোত্তমপুর যেতে বেশি সময়ও লাগবে না। যেকোনও দিঘাগামী বাসে করে যাওয়া যায়। বাসে করে নামতে হবে চাউলখোলায়। সেখান থেকে ৩০ মিনিটের অটো বা ট্রেকারে করে পৌঁছে যাওয়া যাবে এই দক্ষিণ পুরুষোত্তমপুরে। 

থাকা - এখানে অল্প কয়েকটি হোটেল হয়েছে। যেকোনো একটা নিয়ে নিলেই হলো।

 

You might also like!