দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফুল ভালোবাসেন এমন মানুষ নেই। ফুল প্রকৃতির অনুপম সৃষ্টি। আমাদের আজকের ভ্রমণ পূর্ব মেদিনীপুরের ফুলের দেশ 'খিরাই'। ক্ষীরাই আসলে একটি নদীর নাম আর সেই নদীর নামেই গ্রামের নামকরণ হয় 'খিরাই' । এখানে সবটাই যেন এক আঁকা ছবির মতো রঙিন ও সুন্দর । পশ্চিমকাল্লো এবং দোকান্দা গ্রামের কাছে পূর্ব মেদিনীপুরের খিরাইয়ের ফুলের উপত্যকা এমনই একটি জায়গা। কাঁশাই এবং কংসাবতী নদীর সীমান্তবর্তী জমিতে বেশ কিছু প্রাণবন্ত রঙিন এবং আশ্চর্যজনক ফুল চাষ করা হয়। খিরাই ও পাঁশকুড়ার মধ্যে ফুলের দেশ। ফুলের ক্ষেতে রঙের মিশ্রন জমকালো দেখায়। এখানে শুধু ফুল নয়, চাষের জমিও রয়েছে। গাঁদা, উইলিয়াম, লাল গোলাপ, চন্দ্রমল্লিকিয়া ইত্যাদি ফুলে ভরা একর বাগান রয়েছে।
যাওয়া - হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুর গামী ট্রেন ধরে পাঁশকুড়ার পরের স্টেশন ক্ষীরাই। সময় লাগে ১ ঘন্টা ৫০ মিনিট মতন। খিরাই স্টেশনে নেমে তিন নম্বর লাইন ধরে বরাবর পাঁশকুড়ার দিকে প্রায় ২০ মিনিট মতো হেঁটে সরু মাটির রাস্তা বরাবর কিছুদূর যাওয়ার পর পড়বে কাঁসাই নদীর দুদিকেই ফুলের চাষ।
থাকা - সাধারণত সকালে গিয়ে অফুরন্ত ফুলের জগৎ ঘুরে বিকেলেই ফিরে আসা যায়। তবে রাত্রিবাস করতে চাইলে পাঁশকুড়া স্টেশনের পাশে একাধিক লজ ও হোটেল পাবেন।