Travel

1 year ago

Indias most beautiful railway stations: ভারতের সবচেয়ে সুন্দর রেল স্টেশন! এদের কাছে হার মানবে বিমানবন্দরও

Indias most beautiful railway stations
Indias most beautiful railway stations

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতের মত দেশে রেল স্টেশনগুলিতে একটু নজর দিলেই দেখা যায় এক অপরিচ্ছন্নতার ছবি। একটু নজর দিলেই দেখা যায়, ট্রাকের ওপরে পড়ে থাকা পান মশলার দাগ, স্থানে স্থানে পড়ে থাকে চিপসের প্যাকেট, আবর্জনাস্তূপ ও মানুষজন। এমনকি দেশের সবচেয়ে বৃহৎ রেল স্টেশন হাওড়ার ছবিটিও একইরকম। তবে কিছু রেল স্টেশন ইতিমধ্যেই তাদের নবতম রূপ পেয়ে গিয়েছে। নব সংস্করণের ফলে এই রেল স্টেশনগুলি বিমান বন্দরকেও হার মানাবে। দেশের এই আন্তর্জাতিক মানের রেলওয়ে স্টেশনগুলি সম্পর্কে একবার জেনে নেওয়া যাক।

রানি কমলাপতি রেলওয়ে স্টেশন 

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের এই রেলওয়ে স্টেশনটি ভারতীয় রেলের গর্ব। আগে এটি হবিবগঞ্জ নামে পরিচিত ছিল। কিন্তু পুনর্নির্মাণের পর এর চেহারার যেমন পরিবর্তন হয়েছে তেমনই পরিবর্তিত হয়েছে এর নাম। এখন এটি রানি কমলাপতি রেলওয়ে স্টেশন নামে পরিচিত। এই স্টেশনের ভিতরে যে শুধু কেনাকাটা করা যায় তা নয়, খাবার খাওয়া এমনকী সিনেমাও দেখা যায়। এই স্টেশনে রয়েছে একটি সিনেমা হল। এই রেলওয়ে স্টেশনটিকে জার্মানির হাইডেলবার্গ রেলওয়ে স্টেশনের আদলে তৈরি করা হয়েছে। এটি ভারতের প্রথম ISO প্রত্যয়িত রেলওয়ে স্টেশন। ফাইভ স্টার সুবিধা দিয়ে সজ্জিত এই বিশ্বমানের রেলস্টেশনটি লোকজনের কাছে বেশ আকর্ষণীয়।

গান্ধিনগর রেলওয়ে স্টেশন 

এই স্টেশনটিও খুব শিগগিরই আন্তর্জাতিক মানে উন্নতি হতে চলেছে। স্টেশন উন্নয়নের কাজ চলছে। প্রায় ১৮০ কোটি টাকা বিনিয়োগে এটিকি বিশ্বমানের রেলওয়ে স্টেশনে রূপান্তর করা হচ্ছে। একাধিক বিশেষত্বের কারণে গুজরাতের এই স্টেশন সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে। এই রেলস্টেশনের সবকটি ভবনই হবে নেট জিরো এনার্জি ভিত্তিক ভবন। বর্জ্য প্রক্রিয়াকরণ এবং বৃষ্টির জল সংগ্রহের মতো প্রযুক্তিও এখানে উপস্থিত থাকবে। সব মিলিয়ে একটি উন্নত দেশের রেলস্টেশনে যা থাকা উচিত তার প্রায় সবই সেখানে আছে। এই স্টেশনে গেলে ভারতীয় রেলস্টেশনের প্রতি যাত্রীদের দৃষ্টিভঙ্গিই নাকি বদলে যাবে।

বিশ্বেশ্বরায় রেলওয়ে স্টেশন 

বেঙ্গালুরুর একটি রেলস্টেশনকে বিশ্বমানের রেলওয়ে স্টেশন হিসেবে গড়ে তোলা হয়েছে। এর নাম বিশ্বেশ্বরায় রেলওয়ে স্টেশন। অনেকেই হয়তো জানেন না যে, এটি ভারতের প্রথম রেলস্টেশন। এখানে আপনি বিমানবন্দরের মতো সব সুবিধা পাবেন। বিশুদ্ধ জলের জন্য এখানে একটি রি-সাইক্লিং ইউনিট স্থাপন করা হয়েছে। এই সেন্ট্রালাইজড এসি টার্মিনাল তৈরিতে ৩১৪ কোটি টাকা খরচ হয়েছে।

ছত্রপতি শিবাজি টার্মিনাস 

এটি ভারতের ব্যস্ততম এবং বিখ্যাত রেলওয়ে স্টেশন। খুব শিগগিরই বদলে যেতে চলেছে এই স্টেশনের চিত্র। ক্যাফেটেরিয়া, ফুড কোর্ট, ওয়েডিং লাউঞ্জ, সিনেমা হল, লিফট, এসকেলেটরের মতো সুবিধা এখানে পাওয়া যাবে। রি-ডেভেলপমেন্টের পর এটিকে বিমানবন্দরের চেয়ে কম দেখাবে না। এই স্টেশন নির্মাণে আড়াই থেকে তিন বছর সময় লাগতে পারে।

নয়াদিল্লি রেলওয়ে স্টেশন 

দেশের রাজধানী দিল্লির নয়াদিল্লি রেলওয়ে স্টেশন শীঘ্রই গ্রিন বিল্ডিং হতে। এর মাস্টার প্ল্যান তৈরি হয়ে হয়েছে। আগামী দিনে পার্কিং, সৌরশক্তি, জল সংরক্ষণের মতো সুবিধাও এখানে পাওয়া যাবে। এই টার্মিনাল নির্মাণের জন্য মোট ৪৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আজ থেকে দুই - তিন বছরের মধ্যে এই রেলস্টেশনের নতুন রূপ দেখতে পাওয়া যাবে।





You might also like!