Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Travel

4 months ago

Jungle Safaris around the World: সেরেঙ্গেটি থেকে রণথম্ভোর, প্রকৃতিপ্রেমীদের জন্য সেরা ৪ অ্যাডভেঞ্চারপূর্ণ জঙ্গল সাফারি! রইল বিস্তারিত

Ranthambore National Park,Rajasthan
Ranthambore National Park,Rajasthan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আমাদের দেশে ভ্রমনপ্রেমী মানুষের অভাব নেই । তাই প্রকৃতি ও বন্যপ্রাণীর উপর ভালোবাসা থাকলে বিশ্বজুড়ে এমন কিছু জাতীয় উদ্যান আছে যেখানে সাফারির অভিজ্ঞতা জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে উঠবে।  আপনি যদি প্রকৃতিকে কাছ থেকে দেখতে চান তাহলে জঙ্গল সাফারি আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প ব্যবস্থা হতে পারে । ভারতে, জাতীয় উদ্যানগুলি বন্যপ্রাণী অ্যাডভেঞ্চার উপভোগ করার জন্য সেরা গন্তব্য হতে পারে । সবুজ বন, বিরল প্রাণী এবং দুঃসাহসিক সাফারির অভিজ্ঞতা আপনার সারা জীবন মনে থাকবে । এই সব উদ্যানে জঙ্গল সাফারিতে গিয়ে পর্যটকরা দেখতে পান বাঘ, সিংহ, হাতি, গণ্ডার, হরিণ, চিতাবাঘ সহ নানা রকমের বন্যপ্রাণী। তবে শুধু প্রাণী দর্শনই নয়, সকালে ঘন কুয়াশার মাঝে বা সন্ধ্যার সোনালি আলোয় জিপ সাফারির মাধ্যমে জঙ্গলের নিঃশব্দ রোমাঞ্চ উপভোগ করাটাও এক অনন্য অনুভূতি। 

তবে আপনার শুধু ভারতেই নয়, সারা বিশ্বের বিখ্যাত জঙ্গল সাফারি সম্পর্কে জানা প্রয়োজন । আপনার পরিবার, বন্ধুবান্ধব অথবা সঙ্গীর সঙ্গে  এই সাফারি ভ্রমণ আপনার জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। আফ্রিকার সেরেঙ্গেটি থেকে শুরু করে ভারতের রণথম্বোর, প্রতিটি জায়গায় সাফারির নিজস্ব অনন্য রোমাঞ্চ  রয়েছে । কোথাও তুমি সিংহের গর্জন শুনতে পাবে, কোথাও তুমি দেখতে পাবে হাতির পাল তোমার পাশ দিয়ে যাচ্ছে । তাই আজকের প্রতিবেদনে উল্লেখিত হল বিশ্বজুড়ে বিখ্যাত জঙ্গল সাফারি সম্পর্কিত কিছু তথ্য। 

১) সেরেঙ্গেটি জাতীয় উদ্যান, তানজানিয়া: এই জঙ্গল সাফারিটি আফ্রিকার তানজানিয়ায় অবস্থিত । এটিকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত জঙ্গল সাফারি হিসেবে বিবেচনা করা হয় । এখানে ঘটে যাওয়া 'মহান অভিবাসন', অর্থাৎ বিশাল বন্য প্রাণীর পালের অভিবাসন, এটিকে বিশেষ করে তোলে । আপনি এখানে এক জায়গায় লক্ষ  লক্ষ জেব্রা, বন্য হরিণ দেখতে পাবেন । এটি কোনও সিনেমার দৃশ্যের চেয়ে কম নয় ।

২) ক্রুগার জাতীয় উদ্যান, দক্ষিণ আফ্রিকা: এটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় এবং বিখ্যাত জাতীয় উদ্যান । এখানে পর্যটকরা খোলা জিপ সাফারির মাধ্যমে সিংহ, চিতাবাঘ, হাতি, গন্ডার এবং মহিষের মতো বড় বন্য প্রাণীদের কাছ থেকে দেখতে পাবেন । ক্রুগার পার্ক ১০০ টিরও বেশি প্রজাতির সরীসৃপের আবাসস্থল, যার  মধ্যে ব্ল্যাক মাম্বা অন্যতম ।

৩) রণথম্বোর ন্যাশনাল পার্ক, রাজস্থান, ভারত: ভারতের রণথম্ভোর জাতীয় উদ্যানকে বিশ্বের সেরা সাফারিগুলির মধ্যেও গণ্য করা হয় । যদি আপনি বন্যপ্রাণীর সঙ্গে ইতিহাস পছন্দ করেন, তাহলে রণথম্ভোর হতে পারে সেরা বিকল্প । এই জাতীয় উদ্যানটি পুরাতন দুর্গ এবং হ্রদ দ্বারা বেষ্টিত ৷ যেখানে আপনি বাঘের পাশাপাশি  চিতাবাঘ এবং অন্যান্য বন্য প্রাণী দেখতে পাবেন । এছাড়াও এখানে অনেক প্রজাতির পাখিও দেখা যায় । এটি ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত ।

৪) ইতোশা জাতীয় উদ্যান, নামিবিয়া: ইতোশা নামিবিয়ার বৃহত্তম জাতীয় উদ্যান । এখানে আপনি কাছ থেকে বিপুল সংখ্যক সিংহ এবং হাতি দেখতে পাবেন । সাদা গণ্ডার এবং কালো গণ্ডার দেখার জন্য ইতোশা অন্যতম সেরা জায়গা ।

You might also like!