Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Travel

2 years ago

Arunachal's two most famous waterfalls:অরুনাচলের দু'টি অন্যতম জলপ্রপাত - বিশ্ব বাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু

Arunachal's two most famous waterfalls
Arunachal's two most famous waterfalls

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি অরুণাচল নিয়ে চিন নতুন করে ভারতের সঙ্গে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। তবে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে অরুণাচল সরকার পর্যটকদের ভ্রমণ করিয়ে দিচ্ছে। অরুণাচল মানেই অপূর্ব নিসর্গ। এখানে আমরা ২টি  অসাধারণ জলপ্রপাতের কথা উল্লেখ করছি।

১) সিনেমায় নুরানাং - অরুণাচল প্রদেশের এই গোপন জলপ্রপাতটি বলিউডের বেশ পছন্দের জায়গা। এখানে অনেক সিনেমারই শ্যুটিং হয়েছে। সেগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত ১৯৯৭ সালে মুক্তি পাওয়া 'কয়লা' ছবিটি। এই ছবির 'তানহাই, তানহাই' গানের শ্যুটিং এখানেই হয়েছে। এটি ছিল অরুণাচল প্রদেশে শ্যুটিং হওয়া বলিউডের প্রথম ছবি। অসাধারণ এই জলপ্রপাত সকলকে মুগ্ধ করে।

২) নুরানাং জলপ্রপাত - নুরানাং বা জং হল উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার ১০০ ফিট জলপ্রপাত। এটি এই রাজ্যের সবচেয়ে সুন্দর জলপ্রপাতগুলির মধ্যে একটি। তাওয়াং রোডের জং শহরের কাছেই অবস্থিত এই জলপ্রপাত। শহরের নামানুসারেই এই জলপ্রপাতের নামকরণ হয়েছে। এটি সৃষ্টি হয়েছে সেলা পাসের ঢালের উপর দিয়ে বয়ে যাওয়া নুরানাং নদী থেকে। এটি তাওয়াং নদীর একটি উপনদী। 

    এই নুরানাং নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে এক রোমাঞ্চকর কিংবদন্তি। নুরানাং নামটি এসেছে নুরা নামের এক মনপা আদিবাসী মেয়ের নাম থেকে। ১৯৬২ সালে ভারত চিন যুদ্ধে জশবন্ত সিং রাওয়াত নামে এক ভারতীয় সৈনিক চিনা সৈন্যের হাতে ধরা পড়ে যেতেন। মনপা কন্যা নুরার সাহায্যে জশবন্ত সিং চিনা সেনাবাহিনীকে এড়িয়ে গা ঢাকা দিতে সক্ষম হন। নুরার সাহসকিতার কথ স্মরণ করেই স্থনীয়রা জলপ্রাপাতের নাম দেন নুরানাং।

অনুমতি - অরুণাচল প্রদেশ রাজ্যের যে কোনও অঞ্চল ঘুরে দেখার জন্য অনুমতি প্রয়োজন। ইনার লাইন পারমিটের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করলেই হয়। অরুণাচল সরকারের অনুমতি পত্র মেলে নয়া দিল্লি , কলকাতা, গুয়াহাটি এবং শিলং থেকে। অনলাইনেও অনুমতি পত্রের জন্য আবেদন করা যায়।


You might also like!