Technology

9 months ago

Yamaha YZF R3 স্পোর্টস বাইকের দাম বাড়িয়ে দিল Yamaha, কিনতে এখন কত টাকা খরচ হবে

Yamaha YZF R3
Yamaha YZF R3

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক হিসাবে Yamahaএর জনপ্রিয়তা বহু বছর ধরেই স্বীকৃত। বিগত বেশ কয়েক বছর ধরে এদেশের যুব সম্প্রদায়ের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পেরেছে এটি। এমনকি বছরের পর বছর ধরে সময়ের সঙ্গে খাপ খাওয়াতে নানা রকম আপডেট যুক্ত হয়েছে ইয়ামাহার এই বাইকে।  সেই তালিকায় সম্প্রতি হাজির হয়েছে YZF R3। একটা সময় দেশে বিক্রি হত এই বাইক। কিন্তু, ভারতে দূষণ সংক্রান্ত নতুন নিয়ম আসতে বিক্রি বন্ধ করে দিয়েছিল সংস্থা। সম্প্রতি সেই মোটরসাইকেল নতুন অবতারে হাজির করেছে ইয়ামাহা।

বেশ কিছু পরিবর্তন ও টুইন সিলিন্ডার ইঞ্জিন ক্যাপাসিটি দেওয়া হয়েছে এই বাইকে। তবে এই বাইককে কিন্তু ভালো টেক্কা দিতে পারে কিছুদিন আগে লঞ্চ হওয়া Aprilia RS 457। এই মোটরসাইকেল ছেড়ে ইয়ামাহা R3 কিনতে চাইছেন যারা, তাদের কত টাকা খরচ করতে হবে? জেনে নিন অন-রোড প্রাইস।

Yamaha YZF R3 বাইকের অন-রোড প্রাইস

দেশের মধ্যে এই বাইক সবথেকে সস্তা আহমেদাবাদ শহরে এবং সবথেকে বেশি দাম বেঙ্গালুরু শহরে। কলকাতায় বাইকের দাম 5.30 লাখ টাকা। তবে এই দাম ডিলার অনুযায়ী কম-বেশি হতে পারে। বাইকের নিকটতম যে প্রতিপক্ষ রয়েছে তার থেকে প্রায় 54,900 টাকা দামী এই মোটরসাইকেল।

বাইকের ইঞ্জিন ও স্পেসিফিকেশন

321 সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন রয়েছে বাইকে, যা থেকে সর্বোচ্চ 40.4 হর্সপাওয়ার এবং 29.4 এনএম টর্ক উত্পন্ন করতে পারে। সঙ্গে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স। ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) পাবেন মোটরসাইকেলে।

ফিচার্সের ক্ষেত্রে মিলবে এলসিডি ডিসপ্লে এবং LED লাইটিং। দুঃখের বিষয়, বাইকে পাবেন না স্মার্টফোন কানেক্টিভিটি, ট্র্যাকশন কন্ট্রোল, রাইডিং মোড কিংবা কুইকশিফটার। যা এপ্রিলিয়া RS 457-এ পাবেন। এমনকী 1.46 লাখ টাকা সস্তা KTM RC 390 বাইকেও এই সমস্ত ফিচার্স রয়েছে।

ইয়ামাহার এই বাইকের ডেলিভারি কবে থেকে শুরু হবে এখনও জানা যায়নি। অন্যদিকে R3 ছাড়াও আরও একটি বাইক লঞ্চ করেছে সংস্থা। এই বাইক হল MT-03। যার এক্স-শোরুম দাম 4.60 লাখ টাকা। দুই বাইকের এক্স-শোরুম দামের মধ্যে তফাৎ 5 হাজার টাকা।

You might also like!