Technology

9 months ago

Google Map: আর প্রয়োজন নেই Whatsapp-এর! Google Map-এই মিলবে এই জনপ্রিয় ফিচার

Google Map
Google Map

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতেই একটি নয়া ফিচার চালু করতে চলেছে Google। এবার থেকে Google Maps-এর মাধ্যমেই লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। এতদিন Whatsapp সহ একাধিক চ্যাটিং প্ল্যাটফর্মে এই ফিচারটি ব্যবহার করা যেত। এবার থেকে সেই সুবিধাই মিলবে Google Map-এ।

Google লোকেশন সাপোর্ট পেজে নতুন এই ফিচারের বিষয়ে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ম্যাপের লোকেশন হিস্ট্রি অফ থাকা অবস্থাতেও লাইভ লোকেশন শেয়ার করা যাবে। একই সঙ্গে যে ব্যবহারকারী লোকেশন শেয়ার করছেন তাঁর ফোনে কতটা চার্জ রয়েছে সেবিষয়েও অপর ব্যবহারকারীও সঠিক তথ্য পাবেন। ফোন চার্জে দেওয়া থাকলেও সেই তথ্যও জানিয়ে দেবে গুগল ম্যাপ।

iOS,অ্য়ান্ডরয়েড এবং কম্পিউটার থেকেও এই ফিচারটি ব্যবহার করা যাবে। একই সঙ্গে গন্তব্যস্থলে পৌঁছতে কতক্ষণ সময় লাগতে পারে সেবিষয়েও তথ্য দিয়ে দেবে Google Map।

যদিও এখনও সব ফোনে এই ফিচারটি যোগ করা হয়নি। ধীরে ধীরে আপডেট প্রতিটি ব্যবহারকারীর কাছে পাঠানো হবে। প্রয়োজনে ফোনে থাকা Google Map অ্য়াপটি আপডেট করতে হবে।


You might also like!