Technology

9 months ago

Kawasaki : Kawasaki W175-এর দুই অনন্য অবতার এল দেশে, কী বিশেষ রয়েছে জানুন

Kawasaki W175
Kawasaki W175

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Kawasaki W175 বাইকটি খুব অল্প সময়ের মধ্যেই দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। জনপ্রিয় সেই বাইকের দুটি নতুন কালার স্কিম লঞ্চ হল ভারতে। তার একটি হল মেটালিক ওশিয়াল ব্লু এবং অপরটি ক্যান্ডি পার্সিমন রেড। বাইক দুটির দাম যথাক্রমে 1.31 লাখ টাকা এবং 1.24 লাখ টাকা। নতুন দুটি কালার স্কিমের আগে ছিল আরও দুটি ভ্যারিয়েন্ট- ইবোনি এবং মেটালিক গ্রাফাইট গ্রে। এই মডেল দুটির দাম 1.22 লাখ টাকা এবং 1.29 লাখ টাকা। প্রত্যেকটি মডেলের দামই এক্স-শোরুমের।

কাওয়াসাকির এই মোটরসাইকেলে বেশ কিছু ভিজ্যুয়াল পরিবর্তন করেছে সংস্থা। আরও জানা গিয়েছে, বাইকের ডেলিভারি শুরু হবে চলতি বছর থেকেই। ডিসেম্বরেই পাওয়া যাবে বাইকের চাবি। এই রেট্রো মোটরসাইকেল কী ইঞ্জিন ও বাকি বৈশিষ্ট্য থাকছে জেনে নিন।

বাইকের দাম ও বুকিং তথ্য

বাইকের এক্স-শোরুম দাম 1.35 লাখ টাকা। বাইকের যে অন্য মডেলগুলো ভারতে বিক্রি হয় তার দাম এর থেকে বেশি - 1.47 লাখ - 1.49 লাখ টাকা (এক্স-শোরুম)। তবে বাইকটি কবে থেকে বুকিং করা যাবে তা এখনও জানা যায়নি।

W175 ছাড়াও এদিন Ninja ZX-6R সুপার স্পোর্ট বাইক লঞ্চ হওয়ার কথা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাইকটি লঞ্চ হয়নি ভারতে। 636 সিসি ইঞ্জিনের ইন লাইন 4 সিলিন্ডার ইঞ্জিন রয়েছে বাইকে। সঙ্গে মিলবে 6 স্পিড গিয়ারবক্স। ভারতে এই মোটরসাইকেলের দাম থাকতে পারে 12 লাখ টাকা (এক্স-শোরুম)।

কাওয়াসাকি W175 স্ট্রিট : ইঞ্জিন ও স্পেকস

177 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে বাইকে যা সর্বোচ্চ 12.7 হর্সপাওয়ার এবং 13.2 এনএম টর্ক উত্পন্ন করতে পারে। সঙ্গে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। বাইকের ফিচার্সের কথা যদি বলি, তাহলে এতে পাবেন গোল মাল্টি রিফ্লেকটর হেডল্যাম্প এবং সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ডিজাইন রয়েছে আগেকার দিনের বাইকের মতো। বাইকের ফুয়েল ট্যাংকে আকর্ষণীয় কালার স্কিম যোগ করেছে কাওয়াসাকি। এই স্ট্রিট এডিশনে পাবেন 17 ইঞ্চি অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার।

বাইকের সিটের উচ্চতা 786.5 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 152 মিলিমিটার। বাইকের সামনে রয়েছে 245 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS)। সাসপেনশনের ক্ষেত্রে মিলবে সামনে টেলিস্কপিক ফর্ক এবং টুইন শক অ্যাবসর্বার।


You might also like!