Technology

9 months ago

Smartphones: ভারতে মোটো জি৩৪ ৫জি ফোন লঞ্চের দিন ঘোষণা করল সংস্থা,জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন

Moto G34 5G
Moto G34 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা সংস্থার 'জি' সিরিজের (Motorola G Series Phone) নতুন ফোন। গতমাসে অর্থাৎ ডিসেম্বর চিনে লঞ্চ হয়েছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর নিয়ে। এবার ভারতের পালা। যদিও মোটোরোলা সংস্থা তাদের মোটো জি৩৪ (Moto G34) ফোনের লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। সম্প্রতি অবশ্য বিভিন্ন সূত্রে আভাস পাওয়া গিয়ে যে ৯ জানুয়ারি এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে এই দাবি জানিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক Moto G34 5G এর ফ্লিপকার্ট টিজার ও এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।

Moto G34 5G এর সম্ভাব্য দাম

কোম্পানির পক্ষ থেকে চীনে Moto G34 5G ফোনটি 8GB RAM +128GB স্টোরেজ সহ পেশ করা হয়েছিল এবং এর দাম রাখা হয়েছিল 999 ইউয়ান অর্থাৎ প্রায় 11,990 টাকা। ভারতেও এই ফোনটি এই প্রাইস সেগমেন্টেই পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

Moto G34 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: ভারতীয় টিজার অনুযায়ী Moto G34 5G ফোনে 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনে এইচডি+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট এবং পাঞ্চ হোল কাটআউট থাকতে পারে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর থাকবে বলে কনফার্ম জানানো হয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য Moto G34 5G ফোনে 8GB LPDDR4x RAM + 128GB UFS 2.2 স্টোরেজ থাকবে। এর সঙ্গে এই ফোনে 8GB virtual RAM পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স থাকবে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Moto G34 5G ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি থাকবে।

অন্যান্: এই আপকামিং ফোনে ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পিকার, ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট ও IP52 রেটিঙের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার পাওয়া যাবে।

You might also like!