Technology

6 months ago

Realme C65-এ পাওয়া যাবে সুপারফাস্ট প্রসেসর, মাত্র 10499 টাকা,জেনে নিন বিস্তারিত

Realme C65
Realme C65

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Realme C65 ভারতে লঞ্চ হয়েছে। 10,499 টাকার প্রারম্ভিক দামের সঙ্গে আসা এই ফোনটি একটি শক্তিশালী ডিজাইনের হতে চলেছে। বাজেট ফোন হওয়া সত্ত্বেও এটি 5G সাপোর্ট পাবে। এছাড়াও, আপনাকে ফোনে 120Hz সমর্থনকারী একটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও, ফোনটিতে একটি বড় ব্যাটারি এবং উপযুক্ত চিপ রয়েছে। ব্যাঙ্ক অফারের পাশাপাশি ফোনে কিছু ডিসকাউন্টও পাওয়া যাবে।

Realme C65 5G Speedy Red মডেলের দাম এবং সেল

ভারতে নতুন Realme C65 5G Speedy Red color ফোনটির দামে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

অফার সহ এই ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 10,499 টাকা, 4GB RAM + 128GB স্টোরেজ সহ মিড মডেলের দাম 11,499 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 12,499 টাকা।

আগামী 14 জুন দুপুর 12টা থেকে শপিং সাইট ফ্লিপকার্ট এবং রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে Realme C65 5G Speedy Red color ফোনটি সেল করা হবে।

Realme C65 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: realme C65 5G ফোনে 720 x 1604 পিক্সেল রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির বড়ো এচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 89.97% স্ক্রিন টু-বডি রেশিয়, 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ সেপ্লিং এবং 500নিটস হাই ব্রাইটনেস যোগ করা হয়েছে।

প্রসেসর: কোম্পানি এই নতুন realme ফোনটিতে শক্তিশালী প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট দিয়েছে। এটি 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2গীগাহার্টজ হাই ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য এতে Arm Mali G57 MC2 জিপিইউ দেওয়া হয়েছে। সবমিলিয়ে এই বাজেট রেঞ্জে এই প্রসেসর সুন্দরভাবে উপভোগ করতে পারবে।

স্টোরেজ: এই ডিভাইসটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 4GB RAM + 64GB স্টোরেজ, 4GB RAM +128GB স্টোরেজ এবং 6GB RAM+ 128GB স্টোরেজ রয়েছে। এছাড়াও এই ফোনে ডায়নেমিক ফিচারের মাধ্যমে 12GB পর্যন্ত RAM ব্যবহার করা যাবে।

ক্যামেরা: realme C65 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল অন্য লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি সহ 15ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

অন্যান্য: এই ফোনে এয়ার জেসচার, রেনড্রপ স্মার্ট টাচ, ডায়নেমিক বাটন, স্মার্ট কোড স্ক্যান, মিনি ক্যাপসুল 2.0, জল ও ধুল থেকে সুরক্ষার জন্য আইপী54 রেটিং যোগ করা হয়েছে।

অপারেটিং সিস্টেম: realme C65 5G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং realme ইউআই 5.0 সহ কাজ করে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনে 3 বছরের সিকিউরিটি আপডেট এবং 2 বছরের সফটওয়্যার আপডেট দেওয়া হবে।


You might also like!