Technology

6 months ago

SmartPhone Tips:ফোনে বিরক্ত করছে বিজ্ঞাপন ! জেনে নিন মোবাইলে বিজ্ঞাপন বন্ধ করার সবচেয়ে সহজ উপায়

SmartPhone Tips
SmartPhone Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফোনের স্ক্রিনে অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখে বিরক্ত ? না চাইলেও স্ক্রিন জুড়ে এসে যাচ্ছে 'অ্যাড'! মোবাইলের এই বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে বেছে নিন সহজ রাস্তা।জানুন, কীভাবে মোবাইলে বন্ধ করা যায় 'অ্যাড'। 

অ্যান্ড্রয়েড ফোনে বিজ্ঞাপন বন্ধ করার উপায়

অ্যান্ড্রয়েড ফোনে হোম স্ক্রিনে দেখানো পপ-আপ বিজ্ঞাপনগুলিকে ব্লক করতে, আপনি নীচে দেওয়া স্টেপগুলি অনুসরণ করতে হবে:

স্টেপ 1: প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের Settings ওপেন করার পর Apps-এ ট্যাপ করুন।

স্টেপ 2: তারপর অ্যাপে আপনাকে Special App Access এ ক্লিক করতে হবে।

স্টেপ 3: এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন যার মধ্যে আপনাকে Display Over other apps-এ ক্লিক করতে হবে। এখানে আপনি আপনার ডিভাইসে ইনস্টল করা অ্যাপগুলির একটি তালিকা দেখতে পাবেন। পাশাপাশি এখানে আপনি তাদের পপ-আপ বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দিয়েছেন কিনা সেটাও দেখতে হবে।

স্টেপ 4: এখানে, অ্যাপের তালিকা থেকে যে অ্যাপটির বিজ্ঞাপন ব্লক করতে চান সেটি সিলেক্ট করুন।

আইফোনে বিজ্ঞাপন বন্ধ করার পদ্ধতি

আইফোনেও বিজ্ঞাপন ব্লক করার অনেক উপায় রয়েছে। এর জন্য আপনাকে নিচের স্টেপগুলো অনুসরণ করতে পারেন:

স্টেপ 1: Safari-তে পপ-আপ বিজ্ঞাপন ব্লক করার জন্য প্রথমে আপনার iPhone এ সেটিংস অ্যাপ খুলুন। তারপর নিচে স্ক্রোল করুন এবং Safari তে ক্লিক করুন। তারপর Block Pop ups অপশনে টগল অন করুন।

স্টেপ 2: আইফোনে পার্সোনালাইজড বিজ্ঞাপন ব্লক করার জন্য আপনাকে Settings > Privacy & Security > Apple Advertising এ যেতে হবে। তারপর এখান থেকে আপনি পার্সোনালাইজড বিজ্ঞাপনের জন্য টগল বন্ধ করতে পারেন। তারপর আপনি আর পার্সোনালাইজড বিজ্ঞাপন দেখতে পাবেন না। এছাড়াও, আপনি Settings > Privacy & Security > Tracking-এ গিয়ে ট্র্যাকিং এক্টিভিটি ব্লক করতে পারেন। তারপর ওয়েবসাইট বা অ্যাপ আর পার্সোনালাইজড বিজ্ঞাপন দেখাবে না।

স্টেপ 3: আইফোনে geo targeted ads ব্লক করাও সহজ। এর জন্য আপনাকে settings > Privacy & Security > Location Services এ যেতে হবে। তারপর লোকেশন সার্ভস বন্ধ করে দিতে হবে ।

You might also like!