Technology

8 months ago

Fire-Boltt : বাজারে এসে গেল সিম কার্ড সহ স্মার্ট ওয়াচ Fire-Boltt

Fire Boltt Dream Smartwatch
Fire Boltt Dream Smartwatch

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Fire-Boltt একটি নতুন স্মার্টওয়াচ নিয়ে এসেছে। সেই নতুন স্মার্টওয়াচের নাম Fire Boltt Dream Smartwatch। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এতে রয়েছে  2.02  ইঞ্চির HD ডিসপ্লে, ব্লুটুথ কলিং, হেল্থ মনিটরিং-সহ আরও অনেক কিছু। আর এই সব ফিচার আপনি পেয়ে যাবেন মাত্র 5,999 টাকা বাজেটে। বিভিন্ন কোম্পানি e-SIM Smart Watch সহ ওয়াচ মার্কেটে নিয়ে আসছে। এবার ভারতে ফিজিক্যাল সিম স্লট সহ স্মার্ট ওয়াচ লঞ্চ করা হয়েছে

Fire Boltt Dream এর দাম

Fire Boltt Dream এর দাম শুরু মাত্র 5,999 টাকা থেকে। এই ওয়াচের সঙ্গে লেদার স্ট্র্যাপ নিলে 6,299 টাকা এবং মেটাল স্ট্র্যাপ নিলে 6,499 টাকা দাম দিতে হবে। ফ্লিপকার্ট এবং কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়াচ Fusion Flicker, Forest Fringe, Denim Dream, Cocoa Couture, Midnight Grace, Cherry Hug, Shadow Glide, Irish Glam, Sky Sizzle, Coral Breeze, Aqua Surge এবং Midnight Steel কালারে সেল করা হচ্ছে।

Fire Boltt Dream এর স্পেসিফিকেশন

ডায়াল: এই ওয়াচে 320 x 386 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 2.02 ইঞ্চির এইচডি স্ক্রিন দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 60 হার্টস রিফ্রেশরেট এবং 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Fire Boltt Dream ওয়াচে কর্টেক্স-এ7এমপি কোয়াড কোর সিপিইউ রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে মালী টি820 এমপি1 জিপিইউ যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ওয়াচে 2GB RAM এবং ডেটা স্টোর করার জন্য এতে 16GB RAM দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 4জি এলটিই, জিপিএস, ব্লুটুথ এবং ওয়াইফাই রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 800mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ওয়াচ ফুল চার্জ হলে 36 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম।

হেল্থ মনিটরিং: এতে Heart rate monitoring, menstrual tracking, Blood pressure monitor, Sleep monitoring, Activity tracker এবং Breath training এর মতো বিভিন্ন হেল্থ মনিটরিং ফিচার দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ওয়াচে Android OS, Google Play Store, 300+ Sports modes, VR Workout, Voice Assistant, Rotating Crown, Function Button এবং Cloud-based watch faces এর সঙ্গে Inbuilt Mic ও Speaker রয়েছে।


You might also like!