
কলকাতা, ১১ নভেম্বর : সোমবার জামিনের নির্দেশ পেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এখনই ঘরে ফেরার আশা কম। গত সাড়ে ছমাস ধরে বন্দিদশা সত্বেও রয়েছেন একটি নামী বেসরকারি হাসপাতালে। তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে তবেই তাঁকে মুক্তি দেবে হাসপাতাল। নানা মহলে তাই প্রশ্ন উঠেছে কবে উনি ঘরে ফিরবেন?
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডি, সিবিআই-এর সব মামলায় আগেই জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্টের শর্তের কারণে জেল থেকে ছাড়া পাননি তিনি। ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যেহেতু সিবিআই আদালতে জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলে বিচারপ্রক্রিয়া প্রভাবিত করতে পারেন তিনি, তাই নিয়োগ দুর্নীতি মামলায় ৮ জন গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ড শেষ হলে তারপরই জেল থেকে মুক্তি পাবেন তিনি। সোমবার ৮ নম্বর সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। তারপরই পার্থ চট্টোপাধ্যায়ের বেল বন্ড জমা নেওয়া হয় সিবিআই-এর বিশেষ আদালতে।
গত ২২ এপ্রিল থেকে একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। রেচনতন্ত্রের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর হৃদযন্ত্রের অপারেশন, কিডনি সংক্রমণ এর চিকিৎসা ও ছানি অপারেশনও হয়। এখনও ওই হাসপাতালেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতের তরফে মুক্তির আদেশ পাঠানো হলেই সেখান থেকে জেলের নিরাপত্তারক্ষীদের সরিয়ে নেওয়া হবে।
