Technology

4 months ago

Huawei Enjoy 70s : দেখতে পুরো ফ্ল্যাগশিপ ফোন! 50MP ক্যামেরা সহ লঞ্চ হল এই 6.75-ইঞ্চির স্ক্রিনযুক্ত স্মার্টফোন

Huawei Enjoy 70s
Huawei Enjoy 70s

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Huawei Enjoy 70s স্মার্টফোনটি  আনুষ্ঠানিকভাবে বাজারে লঞ্চ হয়েছে। গতবছর ডিসেম্বরে, হুয়াওয়ে চীনে Kirin 710A চিপসেট সহ স্ট্যান্ডার্ড Huawei Enjoy 70 ফোনটি উন্মোচন করেছিল। আবার এবছর জানুয়ারিতে Qualcomm Snapdragon 680 প্রসেসর চালিত Huawei Enjoy 70 Pro এবং ফেব্রুয়ারিতে Kirin 710A চিপের সাথে Huawei Enjoy 70z ফোনটি উন্মোচন করেছে। আর আজ ব্র্যান্ডটি নিঃশব্দে Enjoy 70 সিরিজের চতুর্থ ফোনটির ওপর থেকে পর্দা সরালো। নবাগত Huawei Enjoy 70s আইপিএস এলসিডি ডিসপ্লে, Kirin প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন তাহলে ডিভাইসটির স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যায়।

Huawei Enjoy 70s এর দাম

Huawei Enjoy 70s 4জি স্মার্টফোন 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে এবং চীনে দুটি স্টোরেজ অপশনে সেল করা হবে। এই ফোনের 128জিবি মডেলের দাম 1199 Yuan এবং 256জিবি মডেলের দাম 1399 Yuan রাখা হয়েছে। ভারতীয় টাকায় যথাক্রমে 14,000 টাকা এবং 16,299 টাকা কাছাকাছি হবে। চীনে এই ফোনটি Gold Black, Snow White এবং Ice Blue কালার অপশনে সেল করা হবে।

Huawei Enjoy 70s এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Huawei Enjoy 70s স্মার্টফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.75 ইঞ্চির এচডি + ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনে IPS LCD প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে যা 90Hz রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য Huawei Enjoy 70s স্মার্টফোনে Qualcomm Snapdragon 680 অক্টা-কোর প্রসেসর সহ 2.4GHz ক্লক স্পীডে কাজ করে। এই ফোন অ্যান্ড্রয়েড 14 সহ এবং HarmonyOS 4 সহ লঞ্চ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 610 জিপিইউ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Huawei Enjoy 70s স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50MP মেইন সেন্সর সহ এফ/2.4 অ্যাপচারযুক্ত 2MP ম্যাক্রো লেন্স সহ কাজ করে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Enjoy 70s স্মার্টফোনে 22.5W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে।

অন্যান্য: Huawei Enjoy 70s 4জি স্মার্টফোনে ডুয়াল সিম সাপোর্ট করে। এই ফোনে 5GHz Wi-Fi এবং Bluetooth 5.0 এর মতো ফিচার দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টড ফিঙ্গারপ্রিন্ট যোগ করা হয়েছে।


You might also like!