Technology

8 months ago

Samsung : লঞ্চ হল Samsung Galaxy S24 সিরিজ, মিলবে ঠাসা AI ফিচার, সেরা 200MP ক্যামেরা

Samsung Galaxy S24 Ultra
Samsung Galaxy S24 Ultra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতীক্ষার অবসান করে স্যামসাং (Samsung) গতকাল ক্যালিফোর্নিয়াতে এই বছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে গ্লোবাল মার্কেটের জন্য Galaxy S24 সিরিজ লঞ্চ করেছে। আর এখন ভারতেও নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলির দাম ঘোষণার মাধ্যমে অফিশিয়ালি লঞ্চ করল সংস্থা। অন্যান্য দেশের মতোই ভারতে Galaxy S24 সিরিজে তিনটি মডেল এসেছে – স্ট্যান্ডার্ড Samsung Galaxy S24, Samsung Galaxy S24+ এবং Samsung Galaxy 24 Ultra। আজ থেকে প্রতিটি ফোন স্যামসাংয়ের অনলাইন স্টোর, অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart) এবং দেশের লিডিং অফলাইন রিটেইল চেইনে কেনার জন্য উপলব্ধ হবে। চলুন ভারতে Samsung Galaxy S24 সিরিজের দাম জেনে নিই।

Samsung Galaxy S24 Ultra এর দাম

Samsung Galaxy S24 Ultra ফোনে 12GB RAM রয়েছে এবং এই ফোনটি 256GB Storage, 512GB Storage এবং 1TB Storage সহ সেল করা হবে। ফোনটির বেস মডেলের দাম 1,29,999 টাকা। একইভাবে 512GB মডেল 1,39,999 টাকা এবং 1TB মডেল 1,59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Titanium Gray, Titanium Violet, Titanium Black এবং Titanium Gray কালারে সেল করা হবে। এছাড়াও স্যামসাঙ ডট কমের মাধ্যমে ফোনটির এক্সক্লুসিভ Titanium Blue, Green এবং Orange কালার সেল করা হবে।

Samsung Galaxy S24 Ultra এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 6.8 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন ডায়নামিক েমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। ভিশন বুস্টার টেকনোলজি ব্যাবহার করে এই স্ক্রিন আউটপুট অনুযায়ী ভিজুয়াল দিতে সক্ষম। এই ফোনটি মাত্র 8.6 এমএম চওড়া।

প্রসেসর: এই ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসরে কাজ করে। এই চিপসেটে 3.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত একটি প্রাইম কোর, 3.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত পাঁচটি পারফরমেন্স কোর এবং 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত দুটি এফিসিয়েন্সি কোর রয়েছে। এছাড়াও গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 750 জিপিইউ যোগ করা হয়েছে।

ওএস: এই ফোনটি লেটেস্ট Android 14 ওএসের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 6 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবে অর্থাৎ এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 20 পর্যন্ত ব্যাবহার করা যাবে। এই ফোনে ওয়ানইউআই 6.1 দেওয়া হয়েছে যা ইউনিক ইন্টারফেস এবং ইউজার এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে F/1.7 অ্যাপার্চারযুক্ত 200MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, F/3.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP টেলিফটো লেন্স, F/2.2 অ্যাপার্চারযুক্ত 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং F/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 10MP ক্যামেরা সেন্সর রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফির জন্য Samsung Galaxy S24 Ultra ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই সেন্সর F/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং এটি 80˚ ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 30 মিনিটের মধ্যে 65% পর্যন্ত চার্জ হতে সক্ষম। এই ফোনটি Fast Wireless Charging 2.0 সাপোর্ট করে।

অন্যান্য: কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে 5G, Wi-Fi 7 এবং Bluetooth v 5.3 রয়েছে। এছাড়াও এই ফোনটিকে IP68 রেটিং দেওয়া হয়েছে।


You might also like!