Breaking News
 
Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা! Tirumala Tirupati Temple: ধর্মীয় শৃঙ্খলাভঙ্গ নাকি খ্রিস্টধর্মের প্রচার? তিরুপতি মন্দিরের আধিকারিক সাসপেন্ড, উঠছে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন! Alia Bhatt: পরিকল্পিতভাবে ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ! আলিয়ার কোটি টাকার প্রতারণা কাণ্ডে গ্রেফতার ঘনিষ্ঠ সহকারী SSC Scam: নতুন এসএসসি নিয়োগে আপত্তি, ডিভিশন বেঞ্চে গেলেন চাকরিপ্রার্থী একাংশ NRC notice to West Bengal resident: “এনআরসি চাপাতে চাইছে বিজেপি” — দিনহাটায় বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর Shamik Bhattacharya: মুখ্যমন্ত্রী পদে বিজেপির মুখ কে?শমীকের উত্তর ঘুরপাক খেল দলীয় সিদ্ধান্তে!

 

Technology

7 months ago

OnePlus 13R: OnePlus 13R ফোনের শক্তিশালী স্পেসিফিকেশন ও সাশ্রয়ী মূল্যে, জেনে নিন বিস্তারিত

OnePlus 13R
OnePlus 13R

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ OnePlus 13R স্মার্টফোনটি আসন্ন বছরের শুরুতে বাজারে আসতে চলেছে। এটি OnePlus-এর R সিরিজের নতুন সংস্করণ হিসেবে প্রিমিয়াম ফিচার ও সাশ্রয়ী মূল্যের সমন্বয় ঘটাবে বলে আশা করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে বিভিন্ন লিক ও গুজব থেকে এই ফোনের স্পেসিফিকেশন ও বৈশিষ্ট্য সম্পর্কে অনেক তথ্য জানা গেছে।

OnePlus 13R এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: OnePlus 13R 5G ফোনে 1264 × 2780 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনে AMOLED স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 450PPI আউটপুট দেওয়া হবে। এই স্ক্রিনে 1800nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

প্রসেসর: OnePlus 13R 5G ফোনে সবচেয়ে নতুন এবং অ্যাডভান্স অ্যান্ড্রয়েড 15 এবং OxygenOS 15.0 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.4GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm এর Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে।

স্টোরেজ: প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OnePlus 13R 5G ফোন 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে। OnePlus 13R ফোনের 8GB RAM মডেল এবং টপ মডেল 512GB স্টোরেজ অপশন পেশ করা হতে পারে।

ক্যামেরা: অনলিক্সের বক্তব্য অনুযায়ী আপকামিং ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, একইসঙ্গে এফ/2.0 অ্যাপারচারযুক্ত 50MP সেকেন্ডারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপারচারযুক্ত 8MP থার্ড লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য OnePlus 13R ফোনে এফ/2.4 অ্যাপারচারযুক্ত 16MP সেলফি ক্যামেরা যোগ করা হবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 13R ফোনে শক্তিশালী 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনে 80W fast charging ফিচার সাপোর্ট করবে। তবে OnePlus 12R ফোনে 100W চার্জিং ফিচার দেওয়া হয়েছিল।

অন্যান্য ফিচার: পাওয়া তথ্য অনুযায়ী OnePlus 13R ফোনে Infrared ফিচার যোগ করা হবে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi 802.11, Bluetooth 5.4 এবং NFC এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হবে।

OnePlus 13R এর সম্ভাব্য লঞ্চ

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী OnePlus 13R ফোনটি Nebula Noir এবং Astral Trail মতো কালার অপশনে পেশ করা হবে। জানুয়ারি মাসে ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। লিক অনুযায়ী OnePlus 12R ফোনটি অত্যন্ত পাতলা এবং এর ডায়মেনশন 161.72 x 75.77 x 8.02mm হবে।

You might also like!