Technology

6 months ago

1 এপ্রিল ভারতে লঞ্চ হবে Nord CE 4 5G

OnePlu Nord CE 4
OnePlu Nord CE 4

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃওয়ানপ্লাস (OnePlus) বছরের শুরুতে তাদের ফ্ল্যাগশিপ রেঞ্জের স্মার্টফোন বাজারে এনেছে। বর্তমানে কোম্পানিটি তুলনামূলক সাশ্রয়ী মূল্যের ফোনগুলির ওপর ফোকাস করেছে। ওয়ানপ্লাসের তরফে এবার লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোন, OnePlus Nord CE 4-এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি Nord CE 3-এর উত্তরসূরি হিসাবে ভারতে আগামী ১ এপ্রিল লঞ্চ হতে চলেছে। তার আগে একটি মাইক্রোসাইট অ্যামাজন (Amazon) এবং ওয়ানপ্লাসের ওয়েবসাইটে লাইভ হয়ে OnePlus Nord CE 4-এর ডিজাইন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।

OnePlu Nord CE 4 এর প্রসেসর

কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে Nord CE 4 5G ফোনটি 4mm ফেব্রিকেশনে তৈরি এবং 2.63GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 3 octa-core প্রসেসরে কাজ করে। কোম্পানি জানিয়েছে এই চিপসেট CPU performance 15% এবং GPU performance 50% পর্যন্ত বাড়াতে সক্ষম।

OnePlus Nord CE 4 এর স্পেসিফিকেশান 

স্ক্রিন: লিক থেকে জানা গেছে OnePlus Nord CE 4 ফোনে 1.5কে রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করবে এবং ইন ডিসপ্লে ফিঙ্গেরপ্রিন্ট সেন্সর থাকবে বলে শোনা যাচ্ছে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস নর্ড CE 4 5G ফোনে 50 সেন্সর থাকতে পারে। লিক অনুযায়ী এই লেন্সটিতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন টেকনোলজি যোগ করা হতে পারে।

ফ্রন্ট ক্যামেরা: Nord CE 4 5G স্মার্টফোনে সেলফি তোলা এবং রিলস তৈরি করার জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

ব্যাটারি: এই ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারিটি দ্রুত চার্জ করার জন্য ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি থাকতে পারে.


You might also like!