Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Technology

2 years ago

Whatsapp New Feature:গোপন চ্যাট জানতে পারবে না কেউ, নয়া ফিচার আনছে Whatsapp

Whatsapp New Feature
Whatsapp New Feature

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আরও একটি নয়া ফিচার যোগ করতে চলেছে হোয়াটসঅ্য়াপ। এবার থেকে গোপন চ্যাট লুকিয়ে রাখতে পারবেন হোয়াটসঅ্য়াপে। আপনার ফোন অন্য কারোর হাতে গেলেও সেই গোপন কথপোকথন টের পাবে না কেউ। তবে এই বিষয়টি এখন শুধুমাত্র বিটা ভার্সনে লঞ্চ করেছে।

নতুন এই ফিচারের মাধ্যমে যে কোনও চ্যাট লুকিয়ে রাখতে পারবেন ব্যবহারকারীরা। তারজন্য বিশেষ কোনও অ্য়াপের প্রয়োজন নেই। চ্যাট লুকিয়ে রাখার জন্য একটি কাস্টম পাসওয়ার্ড সেট করে দেবে হোয়াটসঅ্য়াপ। এবং সেই সঙ্গে সাধারণ চ্যাট লিস্টে ওই চ্যাটটি আর দেখা যাবে না। তারপর ফের সেই চ্যাট খুঁজে পাওয়ার জন্য বিশেষ সার্চ অপশনে ওই পাসওয়ার্ড দিতে হবে। তবেই মিলবে লুকানো কথাবার্তা।

Whasatpp ইতিমধ্যে একাধিক ফিচার যোগ করেছে। তারমধ্যে চ্যাট সুরক্ষিত রাখার জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা যাবে। তেমনই তার সঙ্গে ফেস আনলক এবং PIN দেওয়ার সুবিধাও চালু করা হয়েছে।

You might also like!