Technology

9 months ago

WhatsApp Storage : নতুন বছরে নয়া বিপত্তি! হোয়াটসঅ্যাপে বন্ধ হয়ে যাচ্ছে এই সুবিধা, বদলান সেটিংস

New year in the new hazard!
New year in the new hazard!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যাতীত সামাজিক যোগাযোগ! ভাবাই যায় না। অফিসের নানা যোগাযোগ, বন্ধু-বান্ধব এবং আত্মীয় পরিজনদের হাতের মুঠোয় আনে এই সামাজিক মাধ্যম। সর্বোপরি এটি চ্যাটিংয়ের সঙ্গে ছবি-ভিডিয়োর পাঠানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কিন্তু, তা সেভ রাখার জন্য যে স্টোরেজ ব্যবহারকারীরা পান, এবার থেকে তার হিসাব রাখা হবে গুগল স্টোরেজে। ফলে যতখুশি স্টোরেজ ব্যবহার করা যাবে না আর। কারণ গুগল ড্রাইভ প্রতি অ্যাকাউন্ট 15GB স্টোরেজই দিয়ে থাকে।

নতুন বছরে হোয়াটসঅ্যাপে বড় বদল হতে চলেছে। বিশ্বজুড়ে সবথেকে বেশি ব্যবহার হওয়া মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বছরের অর বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে বড় অবদান রেখেছে এই অ্যাপ। কিন্তু, হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপের জন্য এতদিন যে ফ্রি স্টোরেজ পেয়ে আসছিলেন তা আর পাবেন না।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হর্তাকর্তা গুগল। প্রতি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের 15GB ফ্রি স্টোরেজ দিয়ে থাকে সংস্থা। যার মধ্যে থাকে গুগল ফটোস, জিমেইল-সহ অন্যান্য গুগল অ্যাপ্লিকেশন। এবার সেই তালিকায় যোগ হবে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ। এতদিন ওই 15GB স্টোরেজ ব্যবহার না করেই ব্যাকআপ করা যেত হোয়াটসঅ্যাপে চ্যাট। তবে এই বছর থেকে তা বদলে যেতে চলেছে।

এর জন্য প্রথমে চলে যান হোয়াটসঅ্যাপে। সেখানে সেটিংস অপশনে ক্লিক করুন।

তারপর ‘Storage and data’ অপশনে ট্যাপ করুন।

এবার প্রথমেই ‘ Manage Storage’ অপশনে ক্লিক করুন।

এখানে দেখতে পাবেন কোন ফাইল, কোন চ্যাটের পিছনে সবথেকে বেশি স্টোরেজ খরচ হয়েছে। প্রয়োজন অনুসারে সেই স্টোরেজ খালু করতে পারবেন।

এবার যে কোনও একটি চ্যাটে ক্লিক করুন।

সেখানে কোন কোন ছবি এবং ভিডিয়ো ডিলিট করতে চান সিলেক্ট করে নিন।

সেখানেই ডিলিট অপশনে ট্যাপ করে মুছে ফেলতে পারেন।

এই ভাবে অনেকটা স্টোরেজ বাঁচাতে পারবেন।

এছাড়াও এক্সটার্নাল কার্ডের মাধ্যমে সেই ডেটা বা ছবি ট্রান্সফারও করে নিতে পারেন।

এই ভাবে ছবিগুলো ডিলিটও করতে হবে না এবং গুগল ড্রাইভের স্টোরেজও খরচ হবে না।

চলতি বছরেই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে হোয়াটসঅ্যাপে। তাই দ্রুত স্টোরেজ সংরক্ষিত করে নিন।

You might also like!