Technology

7 months ago

Moto G04 জেনে নিন ফিচার ও স্পেসিফিকেশন

Moto G04
Moto G04

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমোটোরোলা (Motorola) তাদের G-সিরিজের অধীনে নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসেবে, Moto G04 ভারতের বাজারে লঞ্চ করেছে। Moto G34 5G এবং Moto G24 Power-এর পর Moto G04 হল তৃতীয় মোটোরোলা ফোন, যা এই বছর বাজারে এসেছে৷ এই নয়া সাশ্রয়ী মূল্যের ফোনটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ৯০ হার্টজ ডিসপ্লে, পর্যাপ্ত পরিমাণ র‍্যাম এবং স্টোরেজ, বড় ব্যাটারি এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন। আসুন নবাগত Moto G04-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Moto G04 এর দাম

Moto G04 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 4GB RAM + 64GB Storage রয়েছে এবং বড় মডেলে 8GB RAM + 128GB Storage যোগ করা হয়েছে। ফোনটির 4GB RAM মডেল 6,999 টাকা এবং 8GB RAM মডেল 7,999 টাকা দামে সেল করা হবে। এই ফোনটি Concord black, Sea green, Satin Blue এবং Sunrise orange কালারে সেল করা হবে।

Moto G04 এর ফিচার

Dolby Atmos Speaker

3.5mm Headphone Jack

FM Radio

IP52 Splash proof

Bluetooth 5.0

5GHz Wi-Fi 802.11

2 Nano SIMs + 1 microSD

Side Fingerprint reader

Face Unlock

163.49 x 74.53 x 7.99mm size

178.8g Weight

Moto G04 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Moto G04 ফোনে ফোনে 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং 90Hz রিফ্রেশরেটে কাজ করে। এই স্ক্রিনের পিক্সেল ডেনসিটি 269 পিপিআই।

প্রসেসর: এই ফোনে কোম্পানি 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এন্ট্রি লেভেল Unisoc T606 অক্টাকোর প্রসেসর যোগ করেছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে Mali-G57 MP1 GPU রয়েছে।

ওএস: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং মাই ইউএক্সে কাজ করে।কোম্পানির পক্ষ থেকে এই ফোনে দুই বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

স্টোরেজ: বাজারে এই ফোনের 4GB RAM + 64GB মেমরি এবং 8GB RAM + 128GB স্টোরেজ মডেল পেশ করা হয়েছে। এর সঙ্গে এতে RAM boost ফিচার রয়েছে। এর মাধ্যমে ফোনটির 4GB RAM মডেলে অতিরিক্ত 4GB RAM এবং 8GB RAM মডেলে এক্সট্রা 8GB RAM যোগ করা যায়।

ক্যামেরা: Moto G04 ফোনে ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশ সহ এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10 ওয়াট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করলে 40 ঘন্টারও বেশি ব্যাকআপ দিতে সক্ষম।

 

You might also like!