Technology

9 months ago

Kawasaki Ninja ZX-6R : বাজার কাঁপাতে দুর্ধর্ষ বাইক লঞ্চ করছে Kawasaki

Kawasaki Ninja ZX-6R
Kawasaki Ninja ZX-6R

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কাওয়াসাকি নিনজা ZX-6R মোটরবাইক খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে। বাইক-প্রেমীদের মনে শিহরণ জাগিয়ে এদিন মোটরসাইকেলটি দেশে উন্মোচন করেছে কাওয়াসাকি। এই স্পোর্টসবাইক বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়। দুরন্ত গতির পাশাপাশি তুখোড় পারফরম্যান্স অন্যান্য বাইকের থেকে করে নিনজা ZX-6R-কে।

চলতি মাসেই নতুন W175 Street লঞ্চ করেছে সংস্থা। পুরনো বাইক যেমন কাওয়াসাকি 400, ভালকান-সহ একাধিক মডেলে ছাড়ের ঘোষণাও করেছে সংস্থা। ভারতে প্রিমিয়াম স্পোর্টসবাইকের বাজার দখল করতে এবার নিনজা ZX-6R নিয়ে নামতে চলেছে সংস্থা।১ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে Kawasaki Ninja ZX-6R। ইন্ডিয়া বাইক উইকে প্রথম উন্মোচিত হওয়ার পর এবার অফিশিয়ালি বাজারে আসছে সুপারস্পোর্ট বাইকটি। ডিজাইনে ছোটখাটো পরিবর্তনের পাশাপাশি ইঞ্জিনেও থাকছে আপগ্রেড। 2024 Kawasaki Ninja ZX-6R ভারতে ১১ লাখ টাকার (এক্স-শোরুম) মধ্যে লঞ্চ হতে পারে বলেই অনুমান।

কাওয়াসাকি নিনজা ZX-6R সম্ভাব্য দাম?

নিনজা সিরিজের বাইকগুলি সাধারণত উচ্চ দামে লঞ্চ করে। তাই এই বাইকের ক্ষেত্রেও যে ব্যতিক্রম হবে তা বলা যাচ্ছে না। এই বাইকের দাম থাকতে পারে 12.5 লাখ টাকা (এক্স-শোরুম)। নিনজা ZX-6R বাইকের বিভিন্ন এডিশন রয়েছে মার্কেটে।

সুপারস্পোর্ট বাইকটি ফিচার্সের দিক থেকে সুসজ্জিত করে হাজির করছে কাওয়াসাকি। যেমন ট্র্যাকশন কন্ট্রোল, বিভিন্ন পাওয়ার মোড এবং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। এছাড়া উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে থাকছে ৪.৩ ইঞ্চি কালার টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেক্টিভিটি এবং অল এলইডি লাইটিং।

হার্ডওয়্যার সেটআপের প্রসঙ্গে আসলে, Kawasaki Ninja ZX-6R এর সামনে ৪১ মিমি ইনভার্টেড ফর্ক ও পেছনে গ্যাস চার্জড মোনোশক সাসপেনশ বর্তমান। এগুলি ফুল অ্যাডজাস্টেবল করার সুবিধা থাকছে। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে ফোর পিস্টন ক্যালিপার সহ ৩১০ মিমি ডুয়েল ফ্রন্ট ডিস্ক এবং সিঙ্গেল পিস্টন ক্যালিপার সহ ২২০ মিমি সিঙ্গেল রিয়ার ডিস্ক ব্রেক রয়েছে।


You might also like!