Technology

6 months ago

iQOO এর সবচেয়ে শক্তিশালী 5G Smartphone ভারতে লঞ্চ, জেনে নিন দাম

iQOO Z9 5G
iQOO Z9 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতিশ্রুতি মতো আজ ভারতের বাজারে iQOO Z9 5G স্মার্টফোনটি লঞ্চ হল। ডিভাইসটি ২০২৩ সালে আগত iQOO Z7 এবং iQOO Z7s মডেলের সাক্সেসর ভার্সন হিসাবে এসেছে। এটি পূর্বসূরীদের তুলনায় একাধিক আপগ্রেডেড ফিচার অফার করে। শুধু তাই নয় এর ডিজাইনও অনেকটাই ভিন্ন বিদ্যমান ফোনগুলির থেকে। এদেশের iQOO Z9 5G এর দাম মাত্র ১৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। বিশেষত্বের কথা বললে, এই 5G ডিভাইসটি – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ AMOLED ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ চিপসেট, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত শক্তিশালী ব্যাটারি সহ এসেছে। চলুন iQOO Z9 5G স্মার্টফোনের দাম, লভ্যতা এবং কনফিগারেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক…

iQOO Z9 5G এর দাম এবং সেল

এদেশের বাজারে আইকো জেড৯ ৫জি স্মার্টফোন মোট দুটি মেমরি কনফিগারেশনের সাথে লঞ্চ হয়েছে। এক্ষেত্রে বেস ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ১৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর টপ-এন্ড ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কেনা যাবে ২১,৯৯৯ টাকার বিনিময়ে। এটি আগামী ১৪ই মার্চ থেকে সংস্থার ওয়েবসাইট (iQOO.com) এবং ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon) -এর মাধ্যমে ব্রাশড গ্রিন এবং গ্রাফিন ব্লু কালার অপশনে পাওয়া যাবে। তবে অ্যামাজন প্রাইম মেম্বাররা প্রথম সেল লাইভ হওয়ার ২৪ ঘন্টা আগেই অর্থাৎ ১৩ই মার্চ দুপুর ১২টা থেকে সদ্য লঞ্চ হওয়া এই স্মার্টফোনটি কেনার সুবিধা পেয়ে যাবেন।

এবার আসা যাক লঞ্চ অফারের প্রসঙ্গে। সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, যেসকল ক্রেতারা ICICI এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন তাদের ফ্লাট ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে৷

iQOO Z9 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: iQOO Z9 5G ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 394PPI পিক্সেল ডেন্সিটি এবং 91.90% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে ডিটি স্টার 2 প্লাস গ্লাস প্রোটেকশন ব্যাবহার করা হয়েছে।

প্রসেসর: iQOO Z9 ফোনে কোম্পানি 2.8Ghz ক্লক স্পীডযুক্ত 64-বিট মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 5G অক্টাকোর প্রসেসর যোগ করেছে। গ্রাফিক্সের জন্য এতে ARM মালি 610 জিপিইউ দেওয়া হয়েছে।

স্টোরেজ: বাজারে iQOO Z9 ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এতে 8GB LPDDR4X র‌্যাম + 128GB স্টোরেজ এবং 8GB র‌্যাম + 256GB UFS2.2 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া এই ফোনটি 8GB এক্সটেন্ডেড র‌্যাম সাপোর্ট করে, এর মাধ্যমে ইউজাররা 16GB পর্যন্ত র‌্যাম উপভোগ করতে পারবেন এবং মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1টিবি পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: iQOO Z9 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি লেন্স এবং 2মেগাপিক্সেল বোকে ক্যামেরা লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: iQOO Z9 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 67.8 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক উপভোগ করা যায়।

অন্যান্য: iQOO Z9 5G ডিভাইসে IP54 রেটিং, ডুয়াল স্টিরিও স্পিকার, ডুয়াল সিম 5G, Wi-Fi 6, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার পাওয়া যায়।

অপারেটিং সিস্টেম: iQOO Z9 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। এই মোবাইলে কোম্পানি দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে।


You might also like!