Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Technology

2 years ago

বাজারে এল Honor X9b, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Honor X9b
Honor X9b

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃHonor X9A গত বছর ডিসেম্বরে চীনে লঞ্চ হয়েছিল। এই ডিভাইসটি পরে বিশ্ব বাজারেও পা রাখে। বর্তমানে শোনা যাচ্ছে যে, অনর স্মার্টফোনটির উত্তরসূরি হিসাবে Honor X9B লঞ্চের পরিকল্পনা করছে। আর এখন এই অনর ফোনটি আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে খুব শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। লিস্টিংটি থেকে আপকামিং Honor X9B সম্পর্কে কি কি তথ্য উঠে এল? চলুন জেনে নেওয়া যাক।

Honor X9b এর দাম এবং সেল

Honor এখনও পর্যন্ত Honor X9b এর দাম সম্পর্কে কিছু জানায়নি। এই ফোনটির ব্যাক প্যানেলে ভেগান লেদার সহ ফোনটি মিডনাইট ব্ল্যাক, এমারেল্ড গ্রীন এবং সানরাইজ অরেঞ্জ কালারে সেল করা হবে। তবে ফোনটি কোন কোন মার্কেটে সেল করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি।

Honor X9b এর ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে: কোম্পানি জানিয়েছে এই ফোনে 360-ডিগ্রী অ্যান্টি ড্রপ সুরক্ষা পাওয়া যায়, যা স্কিনকে যথেষ্টভাবে সুরক্ষিত রাখে। এতে 1200 x 2652 পিক্সেল রেজলিউশন, 19.9:9 আসপেক্ট রেশিও এবং 10-কালার সাপোর্টেড 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে।

প্রসেসর: Honor X9b ফোনটি স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেটে রান করে।

স্টোরেজ: এই ফোনে 8GB এবং 12GB RAM এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রি =পল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 108-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5-মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 35W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এতে ডুয়েল সিম, 5G, ওয়াইফাই 802.11ac, ব্লুটুথ 5.1, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 এমএম অডিও জ্যাক দেওয়া হয়েছে।

ওএস: ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ওএস 7.2 তে কাজ করে।

You might also like!